gazipur 1

সারাদেশ: ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে বেশকিছু খানাখন্দ ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। নাগরিকদের এমন দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেইসবুক পেইজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘সম্মানিত গাজীপুর নগরবাসী এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীগণের নিকট দুঃখ প্রকাশ করছি যে, আজকের ভারী বৃষ্টিপাতের কারণে জয়দেবপুর চৌরাস্তায় ঢাকামুখী জলাবদ্ধতাসহ খানাখন্দ তৈরি ও রাস্তা সরু হওয়া এবং টঙ্গী ন্যাশনাল টিউব হতে মিলগেট পর্যন্ত ঢাকামুখী খানাখন্দ তৈরিসহ রাস্তা পিচ্ছিল ও সরু হওয়ায় বর্নিত অংশে যানবাহনের ধীরগতিতে আপনাদের কিছুটা সমস্যা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আপনাদের গমনাগমন স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।‘

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।