গিবত’ শব্দটি আরবি এর আভিধানিক অর্থ হলো পরনিন্দা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা, কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। শরিয়তে গিবত হারাম ও কবিরা গুনাহ।
পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গিবতের ব্যাখ্যা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক।

  গিবতের পুরো ব্যাখ্যা জানতে নিচের ভিডিওটি সম্পূর্ণ দিখুন।

 

https://www.youtube.com/watch?v=iS5U0wS_TfM

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।