protmo alo
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হল দেশের বিনোদন জগতের জাঁকজমকপূর্ণ আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’ এর ২৩তম আসর। ২৭ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় তারকাদের এই মেলা বসেছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
protthom alo 2
যারা পেয়েছেন ২৩তম আসরের ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’
১। সেরা চলচ্চিত্র অভিনেতা- সিয়াম আহমেদ, সিনেমা: ‘মৃধা বনাম মৃধা’ (তারকা জরিপ পুরস্কার)।
২। সেরা চলচ্চিত্র অভিনেত্রী- জয়া আহসান, সিনেমা: ‘অলাতচক্র’ (তারকা জরিপ পুরস্কার)।
৩। সেরা টেলিভিশন অভিনেতা- আফরান নিশো, নাটক: ‘পুনর্জন্ম’।
৪। সেরা টেভিভিশন অভিনেত্রী- মেহজাবিন চৌধুরী, নাটক: ‘চিরকাল আজ’।
৫। তারকা জরিপে সেরা গায়ক- তানভীর ইভান, ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকের ‘অভিমান’ গানটির জন্য।
৬। তারকা জরিপে সেরা গায়িকা- অবন্তী সিঁথি, ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের ‘রূপকথার জগতে’ গানটির জন্য।
৭। তারকা জরিপে সেরা নবীন অভিনয়শিল্পী- জান্নাতুল ফেরদৌস ঐশী, সিনেমা: ‘মিশন এক্সট্রিম’।
৮। সেরা অভিনেতা (সমালোচক)- ফজলুর রহমান বাবু, সিনেমা: ‘খাঁচার ভেতর অচিন পাখি’।
৯। সেরা অভিনেত্রী (সমালোচক)- আজমেরী হক বাঁধন, সিনেমা: ‘রেহানা মরিয়ম নূর’।
১০। সেরা চলচ্চিত্র (সমালোচক)- ‘রেহানা মরিয়ম নূর’।
১১। সেরা পরিচালক (সমালোচক)- এন রাশেদ চৌধুরী, সিনেমা: ‘চন্দ্রাবতী কথা’।
১২। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা পরিচালক- আশফাক নিপুন (মহানগর)।
১৩। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেতা- মনোজ প্রামাণিক।
১৪। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী- তাসনিয়া ফারিণ।
১৫। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা নির্দেশক- কিসলু গোলাম হায়দার।
১৬। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার (সমালোচক)- মারুফ হোসেন।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন জীবন্ত কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন।

– মোহো

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।