IMG 20220630 213432
হজে গিয়ে ভিক্ষা করে ধরা খেল বাংলাদেশি কিংবা বিদেশে বিভিন্ন ধরণের নেতিবাচক গল্পগুলো আমরা সব সময় শুনি। কিন্তু এবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল আব্দুর রহমান নামে এক বাংলাদেশি। তিনি হজ করতে গিয়ে গত সোমবার মদিনা শরিফের একটা রাস্তায় বিদেশি মুদ্রার একটা বান্ডিল খুঁজে পান। স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন এটি ছি‌ল আফ্রিকার দেশ বুরকিনা ফা‌সোর মুদ্রা ফ্রাংক। হি‌সেব ক‌রে দে‌খা গেল, সেখা‌নে প্রায় ৭ লাখ ফ্রাংক র‌য়ে‌ছে।
এহেন অবস্থায় আবদুর রহমান ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ লেখা সম্বলিত একটি পোস্টার হাতে নিয়ে এই মুদ্রার মালিককে খুঁজতে থাকেন, অন্যদিকে ফ্রাংকগু‌লো হা‌রি‌য়ে হজ কর‌তে আসা আফ্রিকান ব‌্যক্তি‌টিও তার ফ্রাংক খুঁজতে থা‌কেন। গতকাল সন্ধ্যায় আব্দুর রহমান‌কে ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ লেখা কাগজ হা‌তে দাঁ‌ড়ি‌য়ে থাক‌তে দে‌খেন তিনি। পরে প্রমাণ ক‌রেন, তি‌নিই সেই ফ্রাংকগুলোর আসল মা‌লিক‌। অবশেষে প্রকৃত মালিক খুঁজে পেয়ে তার হাতে বান্ডিলটি তুলে দেন আবদুর রহমান।
আবদুর রহমানের বাড়ি ঢাকার ডামরাই। একটি হজ এজেন্সির মাধ্যমে তিনি এবারই প্রথম হজে যান। তার এমন বিরল কর্মকাণ্ড দেখে প্রশংসা করেন স্হানীয় লোকজন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।