kajj
জীবনের শেষপ্রান্তে দাড়িয়ে রাস্তায় দোকান বসিয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। একটাসময় সংসারের হাল ধরে বড় করতে হয়েছে ছেলে মেয়েদের, চাহিদা মিটিয়েছেন সন্তানদের আর এখন চাহিদা মেটাচ্ছেন নাতি নাতনিদের।
চ্যানেলে আই পজিটিভ থিংক কথা বলে সেই ব্যক্তির সাথে, জানতে চায় তার জীবন যাপন সম্পর্কে। আমার নাতিদের জন্য এখন কাজ করি, আমার নাতিরা যদি না খেয়ে থাকে তাহলে তো কেউ আর খাবার দিবে না, তাই নাতিদের জন্য কাজ করতে হয়।

 

আরও পড়ুন : বংশগত পেশায় থাকার ইচ্ছে নেই

 

প্রতিদিন ৪০০ থেকে ৮০০ টাকা আয় করেন ভ্রাম্যমাণ দোকান থেকে। এই আয়ের টাকা সংসার চালান তিনি আবার খরচ করেন নাতিনদের জন্যও।
ছেলে মেয়েরা এই কাজ করতে নিষেধ করার পরও তিনি এই কাজ করেন, বললেন পরিশ্রমের শরীর বসে গেলে অসুস্থ হয়ে যেতে পারি। তিনি বলেন আমি আল্লাহর প্রতি শুকরিয়া। আমার কোনো চাওয়া পাওয়া নেই। কোনো চাহিদা নেই।

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।