bde
বেদে একটি যাযাবর জনগোষ্ঠী। সাধারনত তারা নৌকায় বসবাস করে। তারা নৌকায় করে একেক সময় একেক জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করে। গ্রামে গ্রামে ঘুরে সাপ ধরা, সাপের খেলা দেখানো, জাদুবিদ্যা প্রদর্শন করাসহ বিভিন্ন রকম কর্মকান্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বেদেরা সাধারনত নৌকাকে বসবাস করার ঘর হিসেবে ব্যবহার করে। বেদে সমাজ যাযাবর হওয়ার ফলে তাদের ছেলেমেয়েরা হয় শিক্ষাবঞ্চিত। যার ফলে জীবিকা হিসেবে তারা বেছে নেয় পূর্বপুরুষের সাপের খেলাসহ বিভিন্ন পেশাকে। নদী অঞ্চলে বসবাস কঠিন হওয়ায় এখন তাদের বসবাস ও জীবিকা নির্বাহ বিভিন্নগ্রামে।
এই বেদে জনগোষ্ঠীর এক নারী সাথে কথা বলেছে পজিটিভ থিংক, জানতে চাওয়া হয় তাদের জীবন যাপন সম্পর্কে। বেদে জনগোষ্ঠীর এক নারী জানান, আমি এখন সিঙ্গা লাগাই, বাতের ব্যাথার তেল বেচি। স্বামী কটক মাছের কাটা বেচে। বিবাহের পর থেকে মাঠেঘাঠে এসব কাজ করেন সেই নারী ২০ বছর ধরে। ৪০ বছর বয়সী ওই নারী জানান, বিয়ে আগে বাসায় থাকতাম এখন মাঠে ঘুরে কাজ করি।

 

আরও পড়ুন : বিকল্প জ্বালানী ঘুটে ব্যবহারে ৭০ বছর বয়সেও উদ্যমী নারী

 

পরিবারের আছে ৩ ছেলে ১ মেয়ে, তবে পড়াশোনা করে ২টি ছেলে। অন্য এক ছেলে নেমেছে তাদের একই পেশায়।  হাজারো হতাশার মাঝে বেদে ওই নারী শুনান তার আশার কথা, ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে জীবনটা কাটিয়ে দিতে চান বসে থেকে।
দিনশেষে কাজ করে খাওয়ায় নিজেদের সুখে মনে করেন সেই নারী, তার মুখে আফসোস দুঃখও আছে কারণ দুঃখ ছাড়া মানুষ নাই।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।