images 14 8
গত কয়েকদিনে তীব্র তাপদহনে গরমে অতিষ্ঠ জনজীবন; ফলে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় দিনাজপুরের বোচাগঞ্জে দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় মুসল্লিরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর ঈদগাঁহ মাঠে সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে এই বিশেষ নামাজ আদায় করা হয়।
আষাঢ় মাস শেষ হলেও নেই বৃষ্টির দেখা। একদিকে তীব্র তাপদহনে গরমে অতিষ্ঠ মানুষ অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও খরা ও অনেক আবাদি জমি ফেটে গেছে। দিনাজপুরের প্রধান ফসল ধান। তাই গরম থেকে পরিত্রাণ এবং খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে এই নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার কয়েকশ মুসলমান নামাজ ও মোনাজাতে অংশ নেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।