Picsart 22 07 01 17 57 11 246
সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, চেকবই, এটিএম বা ক্রেডিটসহ মূল্যবান যে কোনো জিনিস হারালে আমাদের থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে হয়। অনেকক্ষেত্রে থানায় গিয়ে জিডি করতে অনেক ভোগান্তিতে পরতে হয়। এখন অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি জিডি করতে পারবেন ঘরে বসে। কিভাবে অনলাইনে জিডি করতে হয় তার নিয়মাবলি দেওয়া হলো—
প্রথমে আপনাকে পুলিশের ওয়েবসাইটে গিয়ে http://gd.police.gov.bd/ জিডির নির্দিষ্ট আইকনে/মেনুতে যেতে হবে। সেখানে এনআইডি নং, নাম ও মোবাইল নম্বর দেওয়ার পরপরই আপনার পরিচয়পত্র নিশ্চিত করার জন্য এসএমএসের মাধ্যমে আপনাকে একটি কোড দেওয়া হবে। এক মিনিট সময় সীমার মধ্যে আপনাকে কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই কোডটি আপনাকে পরবর্তিতে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এরপর নিজের জন্য জিডি অথবা অন্যের পক্ষে জিডি অপশন সিলেক্ট করতে হবে, তারপর জিডি এর ধরণ নির্বাচন করতে হবে। যেমন হারানো/ নিখোঁজ পাওয়া ইত্যাদি। এরপর নির্দিষ্ট জায়গাগুলোতে জিডি সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। ঘটনার তারিখ এবং সময় ক্যালেন্ডার এর মাধ্যমে নির্বাচন করে পরবর্তী ধাপে যেতে ক্লিক করতে হবে। এবার সর্বশেষ ধাপে আপনার পূর্বের সকল তথ্য ঠিক থাকলে এখানে এসে ঘটনার বিবরণ দিতে হবে এবং প্রয়োজনীয় ছবি ও ডকুমেন্টস ব্যবহার করতে হবে। তারপর আপনার সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে ইমেইল আইডি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।

থানায় জিডি করার খরচঃ জিডি হলো সাধারণ ডায়েরি এতে কোনো রকম টাকা নেওয়া হয় না। আপনি যদি থানায় গিয়ে সরাসরি জিডি করতে চান। সেখানেও বিনামূল্যে জিডি করতে পারবেন, তারা আপনাকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে সাহায্য করে থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

জিডি করার উপকারিতাঃ প্রথমত, আপনি যে কোনো সমস্যায় পরলে পুলিশের সাহায্য পাওয়া যাবে। এতে করে আপনার নাগরিক সেবা নিশ্চিত হবে। দ্বিতীয়ত, আপনার কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র-মালামাল হারানো গেলে, আপনার নিরাপত্তার জন্য জিডি করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। এতে করে আপনার নিরাপত্তা নিশ্চিত থাকবে। আবার অনেক সময় সার্টিফিকেট হারিয়ে যায়। সেক্ষেত্রে বোর্ড থেকে সার্টিফিকেট তুলতে হলে অবশ্যই থানায় জিডি করতে হবে সার্টিফিকেট হারিয়ে গেছে—এই মর্মে।
জিডি প্রত্যাহার করার নিয়মঃ
জিডি করার পর যদি প্রত্যাহার করতে চান। যে তারণে জিডি করেছেন তার সমস্যা মিটে গেছে, তখন আপনি আবার অনলাইনে অথবা সরাসরি গিয়ে জিডি প্রত্যাহার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে জিডি প্রত্যাহার করতে হবে; নিয়মাবলি ঐখানে দেওয়া থাকবে। ফৌজদারি কিছু গুরুত্বপূর্ণ অপরাধ ছাড়া আদালত অধিকাংশ সময়ই ফৌজদারি ও দেওয়ানী মামলা প্রত্যাহারে সহায়তা দিয়ে থাকে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।