TOSHIBA
তসিবা এখন ‘নয়া দামান তসিবা’ হিসেবে খ্যাত। সিলেটের আঞ্চলিক ভাষার গান ‘নয়া দামান’ গেয়ে আলোচনায় আসেন তিনি, গানটি ভাইরাল হয় স্যোসাল মিডিয়ায়।
এই কণ্ঠশিল্পীর পুরো নাম তসিবা বেগম। বেড়ে উঠেছেন সিলেট নগরীর খাদিম নগর এলাকায়। তিন বোন এক ভাইয়ের মধ্যে তসিবা মেজ। ছোটবেলা থেকে গানের প্রতি আলাদা একটা টান ছিল তার। সেই টান থেকে গান গাওয়া শুরু করেন। বাবা-মা সংগীত প্রিয় হওয়ায় গান করতে গিয়ে  বাঁধার মুখে পড়তে হয়নি তাকে।

টিকটকে নিয়মিত ছিলেন দীর্ঘদিন ধরে। বিশেষ করে গান ও সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলে সবার নজর কাড়েন তিনি।
সিলেটের আঞ্চলিক ভাষায় ‘নয়া দামান’ গান গেয়ে অলোচনায় আসা এই শিল্পী গান গেয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে।

toshibaa

চ্যানেলে আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে নমিনেশন পাওয়া তসিবা পজিটিভ থিংকের ক্যামেরায় জানিয়েছেন তার সাফল্য ও সম্ভাবনার কথা। তিনি বলেন, আমার কল্পনাতেও ছিল না আমার গান ভাইরাল হবে। বিশেষ করে সিলেটবাসীর কাছে আমি কৃতজ্ঞ কারণ সিলেটবাসীর জন্যেই আজকে আমি তসিবা। দেশবাসীর জন্যই আমি তসিবা।
তিনি জানান আমার আরও কিছু গান প্রকাশ হয়েছে, ইত্যাদিতে করেছি আমি পলঙ্ক সাজাবো গানটি, এছাড়া প্রকাশ পেয়েছে লেম্বুর তলে শিরোনামে গান। আমি সিলেটি ভাষায় গান গেয়ে যাচ্ছি, আমি গর্বিত যে আমি সিলেটের মেয়ে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।