ব্যবসা
মৃৎ শিল্প নিয়ে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীন এই মৃৎশিল্প, শিল্পকলার একটি শাখাকে বোঝায়। যেখানে মাটি বা এই জাতীয় গঠন-উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা হয়। ঢাকার রাস্তায় দেখা মিলে এক মৃৎ শিল্প ব্যবসায়ীর যিনি ফুটপাতে বসে বিক্রি করছেন শিল্পে তৈরি মাটির আসবাপত্র। পজিটিভ থিংকের ক্যামেরায় কথা বলেন তিনি, জানান তার ব্যবসা ও পারিবারিক জীবন সম্পর্কে।
তিনি বলেন ধামরায় থেকে কিনে নিয়ে আসি, পরে আমি রং করি। কত বছর ধরে করছেন এই ব্যবসা? জানতে চাইলে তিনি বলেন, ১০ বছর ধরে ব্যবসা করছি এখানে।  তবে  ভাড়া দেওয়া  লাগে না,  পুলিশ মাঝেমধ্যে একটু ঝামেলা করে।

ফুটপাতের এই ব্যবসায় রাস্তা থেকে জিনিসপত্র চুরি হয় কিনা? জানতে চাইলে তিনি বলেন,  মাঝেমধ্যে হয় তবে দু’ একটা চুরি হলে তো আর বুঝার উপায় নেই। যদি বেশি হয় তাহলে বুঝতে পারি। যদি একপাশ থেকে ১০-১২টা চুরি হয় তাহলে বুঝা যায় চুরি হয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যবসা করে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। ৩ ছেলে আর ২ মেয়ে থাকে গ্রামের বাড়িতে তারা সেখানেই পড়াশোনা করে। ঢাকায় থাকলে ব্যবসার এই টাকা দিয়ে সংসার চলবে না । আমার যতদূর সম্ভব ছেলে মেয়েদের পড়াশোনা করাবো পরে তাদের ভবিষৎ তারা গড়ে নিবে।
মনে বিষাদের রং নিয়ে এই ব্যবসায়ী জানান, স্বল্প পুঁজির ব্যবসা করে সন্তানদের পড়াশোনা করাই আর তাদের বুঝাই পড়াশোনা না করলে আমার মতো এই মাটির ব্যবসা করতে হবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।