yamin
প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, থাকে পূরণের প্রত্যাশা। এ কারণেই হয়ত ভারতের একাদশ রাষ্ট্রপতি ড. আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম এই  জগদ্বিখ্যাত উক্তিটি করেছিলেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’
কেউ শিক্ষক হতে চায়, কেউ ডাক্তার। ছোটবেলায় অনেকের অনেক কিছু হওয়ার স্বপ্ন থাকে। সবার মতো স্বপ্ন দেখে যাচ্ছেন দরিদ্র পরিবারের সন্তান ইয়ামিনও।

স্কুল ছাত্র ইয়ামিনের বাবা আনারস বিক্রেতা। রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে বিক্রি করেন আনারস। বাবা আনারস বিক্রেতা হলেও ইয়ামিনের মনে আছে লালিত এক স্বপ্ন। হতে চান একজন আদর্শ পুলিশ অফিসার। পজিটিভ থিংক জানতে চায় এতো পেশা থাকার পরও কেন পুলিশ হওয়ার ইচ্ছে? প্রশ্নের জাবাবে স্কুল ছাত্র ইয়ামিন বলেন, শেরে বাংলা নগর থানার ওসি স্যার খুব ভালো মানুষ তার মতো পুলিশ অফিসার হতে চাই। স্যার আমাদের অনেক আদর করেন। আমাদের জামাকাপড় দেয়। আমি তার মতো পুলিশ হতে চাই। পুলিশ হয়ে আমি দেশের জন্য ভালো কিছু করতে চাই।
ইয়ামিনের গ্রামের বাড়ি বরিশালের ভোলায়। একটা সময় গ্রামে দিন কটতো ইয়ামিনদের, তবে নদীর ভাঙনের ছাড়তে হয় ভিটে মাটি। ইয়ামিন জানায়, নদীতে ঘর ভেঙে যাওয়ার পর আমরা ঢাকায় চলে আসি। গ্রামের বাড়িতে নেই কিছুই। দাদা দাদি মারা গেছে, নানি আছে তিনি আমাদের সাথে থাকেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।