Police Constables
গত ১৯ মে পাবনার ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠের সামনে গাছের নিচে শুয়ে পায়ের ব্যথায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তার বাম পায়ের পাতায় পচন ধরায় যুবকটির সেবায় কেউ এগিয়ে আসছিলেন না।
পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করেন কনস্টেবল দেলোয়ার হোসেন। এরপর তিনি চিকিৎসক ডেকে এনে তার পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। কিনে দেন কিছু খাবারও।
সেবা দেওয়ার দৃশ্যটি নজরকাড়ে একটি অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকের। সেবা দেওয়ার  দৃশ্যটির ছবি তুলে প্রকাশ করেন। এরপর খবরটি নজরে আসে পাবনা জেলা পুলিশের।
পায়ে ক্ষত হয়ে পচন ধরা সেই মানসিক ভারসাম্যহীন যুবককে সেবা দিয়ে বিশেষ পুরস্কার পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান পুলিশ ফাঁড়ির সেই কনস্টেবল দেলোয়ার হোসেন।
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান কনস্টেবল দেলোয়ার হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।
কনস্টেবল দেলোয়ার হোসেন বলেন, মাঝে মধ্যেই ভিক্ষুক, মানসিক প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করি। বিশেষ পুরস্কার পাওয়ায় আমি অনুপ্রাণিত হয়েছি। আমার সাধ্যমত সবসময় মানুষের সেবা করে যাবো।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।