depot
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাস্থলে ৭ মে সোমবার রাত ১টায় কনটেইনারের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। ফলে দুর্ঘটনার ৫২ ঘণ্টায়ও ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিশ্চিত করেছেন এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছু কনটেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে। ফলে সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিএম কনটেইনার ডিপোতে থাকা অন্তত ১৫টি কনটেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে। কনটেইনারের দরজা বন্ধ থাকায় ভেতরে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কনটেইনারের তালা কেটে দরজা খোলার চেষ্টা করছেন। কিন্তু বিস্ফোরণের আতঙ্ক থাকায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারছেন না তারা।
আরও পড়ুন : কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : বাড়ছে আহত ও নিহতের সংখ্যা, মেডিক্যালে স্বজনদের আহাজারি
গত শনিবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিকভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪১ জন। আহত হন আড়াই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।