football
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার (২৭ জুলাই) বিকেলে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ । বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হলেও স্বাগতিক ভারতের টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
বাংলাদেশ আগের ম্যাচে মিরাজুল ইসলামের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলে ফাইনাল খেলার পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ।

 

আরও পড়ুন : মায়ের মুরগি বেচা টাকায় বসুন্ধরা গ্রুপ পাইওনিয় এর অনুর্ধ্ব-১৫ ফুটবলে পায়েল!

 

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়সূচক গোল করেছিলেন বদলি ফুটবলার ফরোয়ার্ড মিরাজুল। আজকেও গোল করতে চান তিনি, ‘ভারতের ম্যাচেও যদি সুযোগ দেন কোচ, তাহলে আবারও গোল করতে চাই।’ অধিনায়ক তানভীর হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলে জিততে পারি।’
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।