Orsha
নেটওয়ার্কের বাইরে মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ওয়েব ফিল্ম এটি প্রযোজনা করেন নির্মাতা ও চরকির সিও রেদওয়ান রনি। নাজিয়া হক অর্ষা এতে অভিনয় করেন একজন তরুণী চিকিৎসকের চরিত্রে। ওয়েব ফিল্মে একটু একটু ছড়াতে থাকে তার অভিনয়ের মুগ্ধতা। সেরা অভিনয় করে নজর কাড়েন দর্শকদের।
তার অভিনয়ের শ্রেষ্ঠত্ব দেখিয়ে মনোনয়ন পায় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের এসে পজিটিভ থিংকের ক্যামেরায় নাজিয়া হক অর্ষা বলেন,

পুরস্কারের জন্য মনোনয়ন পেলে ভালো লাগে। সারা বছর এতো ভালো ভালো কাজ হয় এর মধ্যে আলাদা ক্যাটাগরি ভাগ করে মনোনয়ন পাওয়াটা প্রাপ্তির। আমি মনে করি মনোনয়ন পাওয়া মানে বিশেষ কিছু করে ফেলতে পারা । তবে অনেক ভালো কাজ করার ইচ্ছে আছে দেখা যাক সামনে কি হয়। তবে আমি খুব আনন্দিত মনোনয়ন পেয়ে। আমার জন্য ক্ষেত্রটা জরুরি না, টেলিভিশন হোক বা ওয়েব মাধ্যম যে ভালো কাজ করতে চায় সে সব জায়গাতে ভালো কাজ করবে। আমি যেকোনো মাধ্যমে গল্পটা ভালো হলে যেকোনো চরিত্রে কাজ করতে চাই।

 

Orshaa

 

নেটওয়ার্ক এর বাইরে আমি অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। সবার সাথে আমার জেনারেশন দুরত্ব থাকলেও সবার সাথে খুব ভালোভাবে মিশে কাজ করেছি। এবং আরিয়ানের সাথে আমার কাজ বরাবরই ভালো। করোনাকালীন সময়ে মানুষ যেভাবে গ্রহণ করেছে এটা বলা যায় আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার তৃতীয় রানার-আপ বিজয়ী হয় অর্ষা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি । ১০০ টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন অর্ষা। বেশ কয়েকটি চলচ্চিত্র ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।