OC PIC

মসজিদে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া সেই ওসি

পুলিশ মানুষের বন্ধু এবং সেবা নিতে কোন টাকা লাগে না। মামলা, জিডি, পুলিশ ক্লিয়ারেন্সসহ যে কোন ধরণের সেবা নিতে কাওকে একটি পয়সাও দিবেন না। মুন্সিগঞ্জ সদর থানায় যোগদানের পর এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন ওসি তারিকুজ্জামন।

অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের দুদিন পর, গত ৩ই জুন মুন্সিগঞ্জ থানা জামে মসজিদে জুমার নামাজের আগে, মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারিকুজ্জামান। সতাতা, ন্যায়-নিষ্ঠা এবং নিজের দায়িত্ব বোধের বিষয়টি স্পস্ট করতে, উদাহরণ স্বরুপ তুলে ধরেন, ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের অন্যতম হযরত ওমর (রা) এর শাসন ব্যবস্থার কথা। বলেন, বালিয়াকান্দি থেকে মুন্সিগঞ্জ থানায় বদলির জন্য টাকা তো দূরের তথা এককাপ চাও তিনি কাউকে খাওয়ান নাই। এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম বার, বিপিএম বারের প্রতি কৃতজ্ঞতা জানান, ওসি তারিকুজ্জামান।

পুলিশ মানুষের বন্ধু এবং সেবা নিতে কোন টাকা লাগে না, বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এলাবাসীর উদ্দেশ্যে ওসি তারিকুজ্জামান বলেন, মামলা, জিডি, পুলিশ ক্লিয়ারেন্সসহ যে কোন ধরণের সেবা নিতে কাওকে একটি পয়সা দিবেন না, কাজ না হলে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

অফিসার ইনজার্জ, তারিকুজ্জামানের কথায় আল্লহর উপর ভিতি এবং ইসলামের প্রতি ভালোবাসার বিষয়টি বার বার উঠে এসেছে। বলেন, ন্যায়ের সাথে থাকার জন্য অন্য কোথাও বদলির জন্যও তিনি প্রস্তুত তবুও অন্যায়ের সাথে কোন রকম আপোষ করবেন না বলে স্পস্টভাবে জানিয়ে দেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে শান্তি ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান, ওসি তারিকুজ্জামান। বলেন তার লক্ষ্য ও উদ্দেশ্য অপরাধমুক্ত মুন্সিগঞ্জ গড়ে তোলা এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তিনি নিবেন।

আসন্ন এসএসসি পরীক্ষার বিষয়টি মনে করিয়ে দিয়ে, অবিভাবদের উদ্দেশ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সন্তানদের লেখাপড়া প্রতি খেয়াল রাখার পাশাপাশি তারা যেন বিপথগামি না হয় সেদিকেও বিশেষ দৃষ্টি দিতে হবে। এসময় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের পরিণত হবে বাংলাদেশ। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সমাজের অসহায়, অবহেলিত এবং নির্যাতিত মানুষের পাশের দাঁড়াতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,তারিকুজ্জামান। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা পাল্টে দিতে, এবং পুলিশের সেবা মানুষের দোরগোরায় পৌছে দিতে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

তারই দিক নির্দেশনায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং পুলিশের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে, ঢাকা রেঞ্জের ৯৬টি থানা এলাকার মসজিদে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োমিত ভাবে সচেতনেতামূলক এধরণের আলোচনা করছেন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।