Bhaisab

ভিডিওতে সাবলীলভাবে অনরগল কথা বলতে থাকা ভাইসাবের পুরো নাম ছামিউল হক ভূইয়া!, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্বক ভিডিও কন্টেন্ট বানালেও তার ভিডিও থাকে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ। সমাজের নেগেটিভ দিকগুলোকে সমালোচনা করে পজিটিভ পথের কথা বলাই তার সৃজনশীলতা। ভাইসাব ওরফে সামিউল হক ভূইয়া কেন করেন এই কাজ? চ্যানেল আই পজিটিভ থিংকের ক্যামেরায় জানিয়েছেন তার না বলা সব কথা।

তিনি বলেন, মানুষ তাদের মানের ভাব বিভিন্নভাবে প্রকাশ করে, একেক জনের মনের ভাব প্রকাশের মাধ্যম একেক রকম। বিভিন্ন কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে কিছু বিষয় আমার শেয়ার করা উচিৎ। এর আগে অবশ্য ফেসবুকে লেখালেখি করে শেয়ার করেছি, বন্ধুদের সাথে আড্ডায় শেয়ার করেছি। ২০১৯ সালের শেষের দিকে এসে মনে হলো আমি কন্টেন্ট নির্মাণের দিকে নামতে পারি, এই বিষয়টি এখন সমসাময়িক। আমার মনে হয়েছে কন্টেন্ট নির্মাণে আসতে পারলে অনেক মানুষের কাছে পৌছাতে পারবো, আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করতে পারবো।

মানুষকে অন্যরকম রসের জোগান দিতে ভাইসার ভিডিও বানিয়ে থাকেন নিজের আঞ্চলিক ভাষায়, নিজের সুন্দর একটি নাম থাকলেও কেন ভাইসাব নাম ব্যবহার করেছেন জানান সেই নামের বিশেষত্বও।

তার হাস্যরসাত্বক কথা মানুষকে সুস্থ বিনোদন দিলেও মাঝেমধ্যে কিছুটা বিচ্ছিন্ন ঘটনার জন্ম দেয়, নিজের কাজের প্রতি তীব্র ভালোলাগা থাকায় দমে যান না কখনও। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী জানালেন তার কন্টেন্ট নির্মাণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা।

ভাইসাব আলাপচারিতায় জানান তার জীবনের ভালো ও খারাপ মহুর্তের কথা। সংগীত নিয়ে প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও গানের চর্চা করেন নিজেনিজেই। জানালেন তার প্রাপ্তির কথা। তিনি বলেন, আমি কিছু কথা কৌশলে বলতে পারি। আমি আমার স্টাইলে কথা বলতে পারি। কেউ আমার কথা শুনলো বা শুনলো না এটা বড় বিষয় না, বলতে পারার মধ্যেই আনন্দ। আমার অনেক কন্টেন্ট আছে যেগুলো স্যোসাল মিডিয়ায় দিতে পারি না তবে দিনশেষে যখন দেখি তখন ভালোলাগে, কারণ আমি বলতে পেরেছি। এটাই আমার প্রাপ্তি।

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।