অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় ই-কমার্স মাধ্যম রকমারি ডট কমের সবচেয়ে বড় আয়োজন নগদ-রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২ এর অনুষ্ঠান। ৪ জুলাই সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা একাডেমী মিলনায়তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া দেশ বরেণ্য সাহিত্যি ও শিক্ষাবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নগদ-রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন জুনায়েদ ইভান। ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে জুনায়েদ ইভান ফেসবুকে লেখেন লেখেন,
বাংলা একাডেমিতে আয়োজিত “নগদ রকমারি বইমেলা বেস্ট সেলার আ্যওয়ার্ড ২০২২ “
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি….
উক্ত অনুষ্ঠানে আমার হাতে বেস্ট সেলার লেখক অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
এসময় (২০২১ বইমেলা ,২০২২ বইমেলা) পরপর দু’বছর আমার দু’টি বই বেস্ট সেলার আ্যওয়ার্ড নির্বাচিত হয় ।
**** আমার প্রথম বই “ শেষ “ – “ উপন্যাস “ ক্যাটাগরিতে বেস্ট সেলার আ্যওয়ার্ড ২০২১ এ প্রথম স্হান হয়।
*** আমার দ্বিতীয় বই “ অন্যমনস্ক “ – “ গল্প “ ক্যাটাগরিতে বেস্ট সেলার আ্যওয়ার্ড ২০২২ এ প্রথম স্হান হয়।
ধন্যবাদ অধ্যয়ন প্রকাশনী , এবং কিংবদন্তী পাবলিকেশন ।
এই কৃতিত্বের পুরোটাই আপনাদের অর্জন, যারা আমার বই সংগ্রহ করেছেন। আপনাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা।
জুনায়েদ ইভান তার পরিচিতি সম্পর্কে জানান,
১৯৮৮ সালের আগস্ট মাসে আমার জন্ম। আমার জন্ম হয়েছিল ভোরবেলায়। তখন চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। এর ভেতরে রোগা-লিকলিকে একটা শিশু হাত-পা নাড়িয়ে জানান দিচ্ছে- ‘আমি এসেছি, আমার কোনো অনুলিপি নেই’। আমি এমবিএ করেছি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। একটা রক ব্যান্ডে গান গাই। ফ্যামিলি বলতে আব্বু, আম্মু আর ছোটো দুই বোন- ইশিতা, অর্ণিমা। বর্তমানে দুই বোন আমেরিকায় পড়ালেখা করছে। একবার এক বইয়ের মলাটে লেখক পরিচিতি বয়ানে একটা লেখা পড়েছিলাম, অনেকটা এ-রকম: লেখকের পরিচয় তার গ্রামের বাড়ির ঠিকানায় থাকে না। লেখকের পরিচয় বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠায়, শব্দে-শব্দে, অক্ষরের ভেতরে মিশে থাকে। আমার কাছেও তাই মনে হয়। বইয়ের ভেতরে যে চরিত্রগুলো ভিন্ন ভিন্ন মতে একমত হন, সেখানে কোনো এক ফাঁকে লেখক লুকায়িত। লেখক এবং তাঁর চরিত্র পৃথক সত্তা, তবু কোথাও-না-কোথাও তাদের মধ্যে এক ধরনের অন্তমিল খুঁজে পাওয়া যাবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।