mamun
 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা আবদুল্লাহ আল মামুন।
প্রকৌশলী হওয়ার স্বপ্ন থেকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির ইচ্ছে ছিল তার। সেখানে ভর্তির সুযোগ না পেয়েও দমে যাননি মামুন। প্রকৌশলী হওয়ার স্বপ্ন” বাঁচিয়ে রাখতে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। এরপর ভর্তি হন ডুয়েটে।
ডুয়েট থেকে স্নাতক শেষ করার পর তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার জন্য সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলে স্কলারশিপ পান। এরপর তিনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। এর মধ্যেই তিনি ফেসবুক এবং গুগলের মতো টেক জায়ান্টগুলোতে ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে থাকেন। রকু, ফেডেক্স, লিংকডইন, টেলসা, উবারসহ বিভিন্ন টেক জায়ান্টে চাকরির ইন্টারভিউও দেন তিনি। তবে এসব সংস্থায় চাকরির মেলেনি তার।
সাত ধাপের বাছাই প্রক্রিয়ার পর টেক জায়ান্ট মেটা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে অবস্থিত তাদের হেড অফিসে ই-ফোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের প্রস্তাব দেয়। ফেসবুক পোস্টে তিনি বড় স্বপ্ন দেখতে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন সকলের প্রতি। তিনি সবাইকে চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করার আহ্বান জানান।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।