farmer
৬টি জেলায় ২৮ হাজার ৬২০ কৃষকের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২৮ জুন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, একনেকে অনুমোদন পেলে ১৭১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের ৩১টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে, ৩৪ হাজার ৬৬২টি কৃষি প্রযুক্তি প্রদর্শনী, ৬২টি কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, ৩১৮টি বিদ্যুৎবিহীন কুলিং চেম্বার নির্মাণ, ৯৩টি কৃষি প্রযুক্তি মেলা, ১২৪টি উদ্বুদ্ধকরণ ভ্রমণ, তিন হাজার ৪৬৬টি মাঠ দিবস আয়োজন, দুই হাজার ৬৯২ ব্যাচ অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং ৩০ হাজার ৯৫৯টি কৃষি সরঞ্জাম ক্রয়।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ২৮ হাজার ৬২০ জন কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চমূল্য ফসলের উৎপাদনশীলতা ১৫ শতাংশ বৃদ্ধি ও উৎপাদন ব্যয় ২০ শতাংশ কমিয়ে কৃষিকে লাভজনক করা। একইসঙ্গে ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ে কৃষকের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফসলের ক্ষতি ১৫ শতাংশ কমানো এবং খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে ১ হাজার ৮০০ জন শিক্ষিত তরুণ ও নারী কৃষি উদ্যোক্তা তৈরি করা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।