MUNKEYPOX
নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে ইতোমধ্যেই হদিস মিলেছে এই ভাইরাসটির।
স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। বাংলাদেশেও আসতে পারে এই রোগ বলে ধারণা করছে চিকিৎকরা। সঠিকভাবে সচেতন না হলে করোনার মতো মহামারি ধারণ করতে পারে এটিও।

 

মাঙ্কিপক্সের কিছু লক্ষণ :
  • গায়ে বসন্তের মতো গুটি
  • জল ফোসকা
  • প্রচণ্ড জ্বালা
  • জ্বর
  • কাঁপুনি
  • মাথা যন্ত্রণা
  • পিঠে ও গায়ে ব্যথা
যেহেতু ভাইরাসটির নির্দিষ্ট কোনো টিকা এখনও তৈরি হয়নি এবং অতি দ্রুত ছড়িয়ে পড়ছে এক শরীর থেকে অন্য শরীরে। তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।