NAGAD
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার একটি অনুষ্ঠানের দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের প্রতিষ্ঠা লগ্নের কথা শেয়ার করতে গিয়ে বলেন, একদিন আমার কাছে দুজন তরুণ আসলো। এসে বললো আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের একটি সৃজনশীল কাজ দেখাতে চাই! যেটি মহুর্তে একাউন্ট খুলতে পারবেন এবং আছে বিভিন্নরকম সৃজনশীল সহজ সুবিধা, সাথে কম খরচ তো আছেই। সেই উদীয়মান তরুণদের বললাম, দেখাও কি এমন দেখাতে চাও। তারা একটি মোবাইল অ্যাপ বের করে করে নগদের একাউন্ট খুলে দিলো মহুর্তে, আমি অবাক হলাম সেই দুই তরুণের প্রযুক্তির প্রতিভা দেখে।
মন্ত্রীর সেই ‍অবাক দৃষ্টিই হয়ত নগদের সাফল্য বয়ে এনেছেন। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ প্রতিনিয়ত সৃজনশীল সেবা দিচ্ছে গ্রাহকদের। তবে নগদ নিয়ে আছে গ্রহকদের আরও চাহিদা, নগদ গ্রহকদের সাথে কথা হলে তারা বলেন, বিদেশ থেকে টাকা পাঠানোর কোনো মাধ্যম নগদ সহজে তৈরি করলে ভালো হয়। ব্যাংকে গিয়ে টাকা উত্তলণের মতো ঝুঁকি ও ভোগান্তি কমবে।

 

আরও পডুন : এক নজরে দেখে নিন : ঢাকা শহরের কখন কোথায় লোডশেডিং

 

নগদের শুরুর সৃজনশীলতা ছিল ৯ টাকা ৯৯ পয়সা ক্যাশ আউটি চার্জ, ভ্যাটসহ যা দ্বারায় ১১ টাকা ৪৯ পয়সা, দেশের সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট সেবা দিচ্ছে শুধু নগদই। সেই সাথে মানবিক দৃষ্টিকোণ দেশপ্রেমের দিক দিয়ে এগিয়ে দেশে অন্যতম প্রযুক্তিবান্ধব এই প্রতিষ্ঠান।
২০১৯ সালে ২৬ মার্চ উদ্বোধনের পর পথে প্রান্তরে এবং জনপ্রিয়তায় গ্রাহক সংখ্যা হিসেব কষলে সময়ে ব্যবধানে অল্প সময়ে হয়ত সবার চেয়ে এগিয়েই থাকার কথা এই প্রতিষ্ঠানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছানো মোবাইল ব্যাংকিং- এর কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকলে নামটিও নগদেরই আসে। তাইতো বিশ্বস্ত নগদের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও চলে যায় সারা দেশের শিক্ষার্থীদের হাতে, অভিভাবকদের কাছে।
মানবিকতায়ও নগদ এক দৃষ্টান্ত ভূমিকা রেখেছে। দিয়েছেন নিজেদের বেতন ভাতার টাকা বন্যার্তদের। গ্রাহকদের সেবা দিতে গিয়ে নগদের অনেক কর্মীরা যখন অফিসে ছিল, তখন ঈদের দিন কল সেন্টারের কর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। বিদ্যুৎ ব্যবহার নিয়ে সরকার দিকনির্দেশনা পেয়ে নূন্যতম বিদ্যুত ব্যবহার করছেন এবং উৎসাহিত করছেন দেশবাসীকে। বিদ্যুৎ এর উপর চাপ কমাতে নগদ নিজেদের বিল বোর্ড করেছেন সৌর বিদ্যুতের আলোকশক্তি দিয়ে।
সবাই যখন প্রতিযোগিতায় এগিয়ে থাকায় প্রচেষ্টা এবং অপচেষ্টায় ব্যস্ত তখন নগদ জানালেন এক মহৎ শুভেচ্ছা, দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ১১ বছর পূর্তিতে নগদ জানালেন শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে নগদ বললেন, ‘একসাথে গড়ি ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।