Narayanganj Sadar Model Police Station

নারায়নগঞ্জ সদর মডেল থানা

বাংলাদেশের ২য় বৃহত্তর বাণিজ্যিক নগরী ও নদী-বন্দর নগরী নারায়ণগঞ্জ সদর।

বৃটিশ শাসন আমল থেকেই এ অঞ্চল প্রাচ্যের ডান্ডি হিসেবে স্বীকৃতি লাভ করে আসছে। বহুল প্রচলিত জনশ্রুতি আছে যে, নবাবী আমলে মুর্শীদাবাদ থেকে এ পথে ঢাকা যাতায়াত কালে নবাব বা তাদের অধীনস্থ কর্মচারী- সৈন্যসামন্ত এখানে তাবু ফেলে বিশ্রাম গ্রহন করত। তাছাড়া কিছু কিছু কর্মচারী খাজনা আদায়ের জন্য এ এলাকায় বসবাস করত। ফলে ধীরে ধীরে জনবসতি বৃদ্ধি পেয়ে এখানে একটি গঞ্জ গড়ে উঠে। সেই গঞ্জ থেকেই এলাকাটি হয়তো নারায়ণগঞ্জ  নামে জনমুখে পরিচিতি লাভ করে।

অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাত দিন কাজ করে যাচ্ছি- ওসি নারায়নগঞ্জ সদর মডেল থানা

বিংশ শতাব্দির গোড়ার দিকে প্রথম নারায়ণগঞ্জে থানা প্রতিষ্ঠিত হলেও সময়ের পরিক্রমায় আঞ্চলিক চাহিদা ও নানাবিধ প্রয়োজনীয়তায় গড়ে ওঠা উক্ত থানার বর্তমান রূপ আজকের নারায়ণগঞ্জ মডেল থানা।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১৪ই সেপ্টেম্বর তৎকালীণ নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত ০৩ (তিন) টি পুলিশ ষ্টেশন, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লাসিদ্ধিরগঞ্জকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৃষ্টি হয়েছিল।

১৯৪৯ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা থেকে ঢাকায় এলে নারায়ণগঞ্জের রহমতুল্লাহ ইনস্টিটিউটে এক সভার আয়োজন করা হয়। যা ছিল পূর্ববঙ্গের সরকার বিরোধী প্রথম জনসভা।

রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিঃমিঃ অদূরে ঢাকা শহরের উপকন্ঠে অবস্থিত নারায়ণগঞ্জ শহর নানা শ্রেণি-পেশার মানুষের মিশ্রিত একটি জনপদ । উত্তর ও পশ্চিমে ঢাকা জেলা সীমানা, দক্ষিনে মুন্সীগঞ্জ ও পূর্বে শীতলক্ষ্যা নদী।

[iframe src=”https://positivethinkbd.com/wp-content/uploads/2022/05/gif-maker.gif” height=”150″ width=”1920″]

ঢাকার সন্নিকটে অবস্থিত এ এলাকাটি একটি বর্ধিষ্ণু শিল্পাঞ্চল। প্রতিদিন হাজারো নতুন মানুষের পদচারণায় মুখর হয়ে হঠে এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো। প্রায় 2 হাজার অধিক শিল্পমাধ্যম প্রতিষ্ঠিত এ নগর দেশের অন্যতম ব্যস্ত নগরীগুলোর মধ্যে একটি।

এখানে গড়ে উঠেছে, ফ্লাওয়ার মিল, হোল্ডিংস্, ফ্যাশন, গার্মেন্টস হোসিয়ারী শিল্পসহ প্রায় সব ধরনের ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। তাছাড়া, কুটির শিল্প, হস্তশিল্প ও পাটজাত দ্রব্য তৈরিতে এ উপজেলার সুনাম ছড়িয়ে রয়েছে সমগ্র দেশ জুরে।

এ থানা অঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মের প্রয়োজনে ছুটে আসা প্রায় ১৬ লাখ মানুষের নিয়মিত চলাচল ও কর্ম চঞ্চলতা এ শহরকে করেছে দেশের সমৃদ্ধ একটি জনপদ ও ব্যস্ততম নগরী।

নারায়ণগঞ্জ মডেল থানা ভবনের পূর্ব সীমান্তে বহমান শীতলক্ষা নদী তারই একটি বড় সাক্ষ্য বহণ করে চলেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি। শত শত ডিঙ্গি নৌকা ধরে হাজার হাজার মানুষের নদীর পূর্ব পাড় থেকে এ থানা অঞ্চলে প্রবেশের চিত্র নিত্যদিনের। শুধুমাত্র কর্মের তাগিদেই হাজারো মানুষের এ পাড়াপাড় যেন নানা প্রান্তের মানুষের মিলন মেলা। সরকারি-বেসরকারী নানাবিধ কর্ম প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের অফিস গমন, ব্যবসাকেন্দ্র পরিচালনের জন্য ব্যবসায়ীদের আনাগোনা নির্বিঘ্নেই চলছে এ শহরে।

তুলনামুলক অত্যাধিক ঘনবসতিপূর্ণ এ জনপদ শুধু যে কর্ম চঞ্চলতায় প্রসিদ্ধ তাই নয়, শিক্ষা-দিক্ষাতেও বেশ এগিয়ে গেছে নারায়ণগঞ্জ মেডেল থানা অঞ্চল। এক দশক আগের শিক্ষার গড় হার ৫৮.৮% শতাংশ হলেও বর্তমানে এ হার প্রায় 70 শতাংশে উপনিত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে দাড়িয়ে রয়েছে অসংখ্যা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানসহ, নানা বিভাগের বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, এবং ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত তোলারাম সরকারি কলেজ

শীতলক্ষার পশ্চিম পাড়ের এ ভূমি অঞ্চল এখন ইট-ইমারতের ভীরে জনবহুল একটি শহরে পরিণত হয়েছে। অসংখ্য ভবন আর ছোট ছোট সবুজ বৃক্ষের সমন্বয়ে গড়া নারায়ণগঞ্জ বর্তমানে পর্য়টকদের জন্যও একটি আকর্ষিত স্থান। 1664 সালের পরবর্তী কোন এক সময়ে মুঘল সম্রাট নিয়োজিত সুবেদার শায়েস্তা খাঁন কর্তৃক নির্মিত বিবি মরিয়মের মাজার পর্য়টকদের একটি বড় আকর্ষিত পুরাকৃর্তি।

[iframe src=”https://positivethinkbd.com/wp-content/uploads/2022/05/gif-maker.gif” height=”150″ width=”1920″]

 এই নারায়ণগঞ্জেই রয়েছে ইতিহাসের সপ্তদশ শতাব্দির গোড়ার দিকে ততকালিন ঢাকা শহরকে রক্ষা করার নিমিত্তে নির্মিত  ত্রিভূজ জল দুর্গ এর অন্যতম একটি দুর্গ হাজীগঞ্জ দুর্গ।

এ ছাড়া এ অঞ্চলে রয়েছে একাধীক বিশেষায়িত মন্দিরসহ একটি বিনোদন কেন্দ্র বিআইডব্লিইটিএ ইকো পার্ক। তাছাড়াও নারায়নগঞ্জের এ মাটি দেশের বহু কৃর্তীপুরুষের জন্মভূমি হিসেবে স্বীকৃত রয়েছে বিশ্বজুড়ে।

প্রায় সবদিক থেকে সুখ্যাত এ অঞ্চল আবার কখনো কখনো কিছু দুষ্কৃতিদের কারণে দেশের কোটি মানুষের কাছে সমালোচনারও একটি পরিচিত নাম। তবে ঐতিহাসিক কালিযুক্ত এ ভূখন্ড বর্তমানে যেমনি গুনান্বিত সুরে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রেখে চলেছে ঠিক তেমনি, স্থানীয়ভাবে এখন সর্বদাই শান্তি, শৃংখলা ও পারষ্পারিক ভাতৃত্ববোধে একযোগে এগিয়ে চলছে এ অঞ্চলের মানুষ। যার নিরবিচ্ছিন্ন সংবাদ উঠে আসছে দেশের জাতীয় গণমাধ্যমসহ এখানকার আঞ্চলিক প্রায় সবগুলো পত্রিকাতে। তন্মধ্যে দৈনিক যুগের চিন্তা, দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক দেশের আলো, ও দৈনিক ডান্ডি বার্তা ইত্যাদি পত্রিকাগুলো আঞ্চলিক সংবাদ প্রকাশে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে চলেছে।

শিল্পাঞ্চল ও ব্যাবসা বানিজ্যে উন্নত এই জনপদের সরল মানুষগুলোকে মাদক, লুটতরাজ, নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত রাখতে এবং তাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদাণে দিন-রাত্রি 24 ঘন্টা কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ মডেল থানার সর্র্বমোট 140 জন প্রতিশ্রুতি বদ্ধ পুলিশসদস্য। তাদের মধ্যে রয়েছে 18 এসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর,  20 জন সাব-ইন্সপেক্টর ও 4 জন ইন্সপেক্টর। এবং তাদের অভিভাবক হিবেবে থানার সর্বাধিক দায়িত্বে অধিষ্ঠিত রয়েছে একজন অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান।

তিনি প্রথমেই উল্লেখ করেন তার অঞ্চলাধীন অপরাধীচক্রের বিবরণ বা অঞ্চলের মানুষের মধ্যে বিরাজমান অপরাধ প্রবণতা বিষেয়ে। তার প্রবল ইচ্ছে ও এ অঞ্চলে ঘটমান অপরাধের গতিকে রোধ করতে তিনি ইতমধ্যেই বহু সাহসিক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু কিভাবে চলছে তার এসব কার‌্যক্রম সে সম্পর্কেও জনার প্রকাশ করেছিল চ্যানেল আই পজিটিভ থিংক।

অত্যান্ত সুদর্শন ও সুমিষ্ঠ ভাষি এ অফিসার তার অঞ্চলকে সম্পূর্ণরুপে অপরাধ মুক্ত করতে নিয়মিত ভাবে তার নেতৃত্বাধীন পরিচালিত করছেন বিট পুলিশিং কার্যক্রম। ফলে স্থানীয় বিভিন্ন অপরাধসমুহ কমিয়ে আনতে অত্যান্ত সফল হয়েছেন। এ সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই পজিটিভ থিংক এর ক্যামেরায়।

তার দীর্ঘদিনের কর্ম তৎপরতায় সাহসীক বহু কার্যক্রমের প্রশংশা ছড়িয়ে রয়েছে নারায়নগঞ্জ এলাকা জুড়ে। তেমনি একটি ঘটনাও উল্লেখ করেন জনাব মোহাম্মদ শাহজামান। প্রশংসায় পঞ্চমূখ এ পুলিশ অফিসার জাতির জনক বঙ্গবন্ধুর ভালবাসা বুকে ধারণ করে তিনিই প্রথম থানার ভেতরে বঙ্গবন্ধু মুড়াল ষ্থাপন করেন। যাতে থানায় আগত ভিজিটরগণ এটা দেখে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়।

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজামান, সমাজের মানুষকে আইনের প্রতি আস্থা তৈরি করতে স্থানীয় মসজিদে নিয়মিত ভাবে মসজিদ ভিত্তিক আলোচনায় যোগ দিচ্ছেন যা বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

তার গুরুত্বপুর্ণ এসব আলোচনার ফলে যেমনি ভাবে মানুষ আইন সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছে তেমনি ভাবে, ঘুষ, দুর্ণীতি, মাদক, ইভটিজিংসহ সামাজিক নানান অপরাধ রোধে সহায়ক ভুমিকা পালন করছে।

তিনি চ্যানেল আই পজিটিভ থিংক এর মাধ্যমে তুলে ধরেন তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা। আবেগ আপ্লুত এ অফিসার নারায়ণগঞ্জ মডেল থানাবাসির উদ্দেশ্যে জানান দিয়ে বলেন, আগামী প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে চালু হচ্ছে নারায়ণগঞ্জ মডেল থানার পক্ষ্য থেকে নিয়মিত নতুন আরেকটি কার্যক্রম।

যা অঞ্চলের শিক্ষার্র্থীদের জন্য বয়ে আনতে পারে আলোকিত আগামী।

[iframe src=”https://positivethinkbd.com/wp-content/uploads/2022/05/gif-maker.gif” height=”150″ width=”1920″]

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজামান ঢাকা রেজ্ঞ ডিআিইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যারের নেতৃত্বে ও নারায়ণগঞ্জ এর সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) স্যারের নির্দেশনায় এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংশার দাবিদার। তার কর্ম পরিকল্পনায় থাকা সমাজকে অপরাধমুক্ত রাখতে আগামীর অভিযানসমুহের সফলতা কামনায় এখানেই শেষ হচ্ছে এ পর্বে নারায়ণগঞ্জ মডেল থানাবাসীর জন্য আলোকিত সবুজ সংকেত।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।