IMG 20220702 125017
মাসখানেক আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলতো প্রকাশিত হয়, নুর মোহাম্মদ (৪০) নামে এক আফগান ব্যক্তি সাইকেলে চড়ে হজের উদ্দেশ্য রওনা দিয়েছেন। অবশেষে সেই ব্যক্তি গত বুধবার নানারকম বাধা-বিপত্তি অতিক্রম করে হজ করতে সৌদি আরবে পৌঁছালেও পারেননি সাইকেলে করে যেতে। গত মাসের প্রথম সপ্তাহে তিনি বাইসাইকেলে যাত্রা শুরু করেছিলেন মক্কার উদ্দেশ্য কিন্তু পথিমধ্যে ইরানে আটকা পড়েন। ভিসা জটিলতায় তাকে আবার ফিরত আসতে হয় নিজ দেশে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ-এর সূত্রে জানা যায়, গত মে মাসের শুরুতে গজনি প্রদেশের কারাবাগ জেলার লায়েক গ্রাম থেকে সাইকেলে যাত্রা শুরু করেন নুর মোহাম্মদ। পথিমধ্যে এক আফগান আলেম শায়খ হাম্মাসি তাকে বিমানের টিকিট দেয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। নিজ উদ্যোগেই হজের পবিত্র ভ্রমণের ইচ্ছা ছিল তার। কিন্তু সাইকেলে করে যাওয়ার বাসনা আর পূরণ হয়নি নুরের। নিজ শহর ছাড়ার তিন সপ্তাহ পরই ইরানে গিয়ে আটকা পড়েন। ইরাকের সীমান্ত শহর খোররামশাহর পাড়ি দিতে তার ভিসার প্রয়োজন ছিল। কিন্তু বন্ধুদের আশ্বাসে নানাভাবে চেষ্টা করেও ভিসা পাচ্ছিলেন না। অবশেষে বাধ্য হয়ে নুর মোহাম্মদ আফগানিস্তানের সেই আলেমের সাথে যোগাযোগ করেন। তিনি ইরানে অবস্থানরত পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে তার কাবুলে ফেরার ব্যবস্থা করেন।
কাবুলে ফিরলেও নুরের হজের স্বপ্ন হারিয়ে যায়নি। সেখানে হজ প্রস্তুতি কোর্স শুরু করলে স্হানীয়রা কর্মকর্তারা তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দেন। হজের সফর শুরুর কয়েক দিন আগেই জরুরি ভিত্তিতে তার পাসপোর্ট করা হয়। এরপর আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও তার ঘনিষ্ঠ সহযোগী আনাস হাক্কানির পক্ষ থেকে তার ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সব জরুরি কাগজপত্র প্রস্তুতির পর গত মঙ্গলবার (২৮ জুন) তিনি জেদ্দার উদ্দেশে কাবুল ত্যাগ করেন, অবশেষে মক্কা নগরীতে গিয়ে পৌঁছান নুর মোহাম্মদ।
গত ২২ জুন আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের ভয়াবহ ভূমিকম্পে কয়েকশ লোক প্রাণ হারায়, হতাহত হয় হাজারেরও বেশি মানুষ। ভেঙে চুরমার হয়ে যায় অসংখ্য প্রতিষ্ঠানসহ বাড়িঘর। নুর মোহাম্মদ সে-সব স্মরণ করে বলেন, ‘আমি মক্কায় পৌঁছে মহান আল্লাহর কাছে হতাহতদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে প্রত্যশা, তিনি আমাদের দেশের সব সমস্যার সমাধান করবেন। ’
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।