KALNA SETU
মধুমতি নদীর উপর ৬ লেনের কালনা সেতু চালু হতে যাচ্ছে খুব শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৯০ ভাগের বেশি। সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২শ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতার দূরত্ব। ১ জুলাই শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর কালনা পয়েন্টে নির্মানাধীন কালনা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে এই সেতুরও উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছিল। কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেতুটির নির্মান কাজ শেষ হতে আরো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা ধারনা করছেন।
এ সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সাথে বেনাপোল বন্দরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ফলে সমগ্র বাংলাদেশের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাড়বে আর্ন্তজাতিক বাণিজ্যের প্রসার। তাছাড়া যশোর থেকে ১১৩ কিলোমিটার, খুলনা থেকে ১২১ কিলোমিটার এবং নড়াইল থেকে ১৮০ কিলোমিটার ঢাকার দূরত্ব কমে যাবে।
দৃষ্টিনন্দন এ সেতু বাংলাদেশের প্রথম ৬ লেনের এবং সবচেয়ে বড় নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু।এ সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা গুলোর মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে। কমে যাবে বিভিন্ন জেলা হতে ঢাকার দুরত্ব। ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।