maxresdefault 2
বাংলাদেশের সংগীত অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানের  পাশাপাশি  ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতার অন্যতম অনুষ্ঠান সারেগামাপা। সেখানে ভারতীয় বিভিন্ন প্রতিযোগীর মধ্যে একসময় জায়গা করে নিয়েছিলো  মাঈনুল আহসান নোবেল । আর ভারতীয় সংগীত তারকারদের মধ্যে নোবেল তাঁর সাফল্য রেখেছিলেন । শুধু ভারত নয় বাংলাদেশের মানুষের কাছে সারেগামাপা জনপ্রিয় হয়ে উঠেছিল এ কারণেই। সারেগামাপা অনুষ্ঠানে কৃত্তিত্বের সাথে নোবেল তৃতীয় স্থান অর্জন করেন।
তাঁর এ নিয়ে নিজের কোনো প্রত্যাশা না থাকলেও বাংলাদেশের শ্রোতারা তাঁকে হৃদয়ে ধারণ করেছিলো। এবং প্রত্যাশা করেছিলেন নোবেলের হাতেই উঠুক শীর্ষ বিজয়ীর পদক। প্রত্যাশা পূরণ হয়নি তাতে কী, দেশের মানুষের হৃদয়ে প্রথম স্থানেই আছেন তরুণ এই সংগীতশিল্পী।
চ্যানেল আই পজিটিভ থিংকের ক্যামেরায় জানান তাঁর অনুভূতি তবে এর আগে সংগীত অঙ্গনে বিভিন্ন বির্তক সৃষ্টি করায় দর্শকমহলেও তৈরি হয় বিভিন্ন ধরনের ক্ষোভ।
গান নিয়ে যতটা না আলোচিত হয়েছেন, বিতর্কিত মন্তব্যের কারণে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। তাকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে বারবার উঠে আসছে তার নাম। ‘‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমসকে উদ্দেশ্য করে তার আপত্তিকর বক্তব্যের কারণে সমালোচনার ঝড় বইছিলো সংগীতাঙ্গনে।
তবে এসব বক্তব্যের কারণে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন নোবেল । তিনি জানান, কোনো মানুষ ভুলের উর্ধ্বে নয়, আমি নোবেল , আমি শিল্পী ঠিক আছে , আমিও তো একজন মানুষ, ভুল হতে পারে,  ভুল হয় না শয়তানের।’
গান নিয়ে জানতে চাইলে বলেন, ‘অভিনয়‘ গানটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । ভবিষ্যৎতে ‘অভিনয় ’ গানের মতো আরও গান উপহার দিতে চাই’ ।
ভক্তরা আমার কাছ থেকে দুরে চলে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে নোবেল পজিটিভ থিংকে বলেন,   “ভক্তরা আমার কাছ থেকে দুরে চলে যাচ্ছে  তবে আমার গানের কাছ থেকে দুরে নয়।  আগামী কয়েক বছরে আরও ভালো গান উপহার দিবো ও গান দিয়ে দর্শকদের আরও কাছে আনবো আশা করি”।
তাঁর নতুন গানের পরিকল্পনা নিয়ে জানান, অভিনয় গানের চেয়ে মুখোশ সিনেমায় আমার টাইটেল ধর্মী জনপ্রিয় গানের চেয়েও ভিন্ন ধর্মী গানের মাধ্যমে দর্শকদের মনে সাড়া ফেলব “
সর্বশেষে সারেগামাপা খ্যাত শিল্পী নোবেল জানান ও দর্শকদের উদ্দেশ্যে বলেন,  ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং দোয়া চাই , আমার এতো ধরণের পাগলামী সহ্য করেও যে দর্শকরা গান শোনেন তাঁর জন্য আমি
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।