images 14 1

আইফোনকে টেক্কা দিতে লন্ডনভিত্তিক কোম্পানি নাথিং এবারে বাজারে আনছেন নাথিং ফোন ওয়ান। আগামী ১২ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে ফোনটি। গতানুগতিক সকল ফোনের ধারণাকে বদলে দিবে নাথিং ফোন ওয়ান— এমনটিই বলছে ফোনটির নির্মাতা কোম্পানি নাথিং।

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেল, এবং এটিই হবে বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন; ফলে পিছন দিক থেকে সহজে চোখে পড়বে এর ভেতরে ব্যবহার করা বিভিন্ন উপাদান। মোবাইলের পিছনে ব্যবহার করা হয়েছে এলিডি লাইটস্ট্রিম; যেগুলো ফোনকল বা নোটিফিকেশন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগম ৭৭৮জি চিপসেট, যার রিফ্রেশরেট ৯০ হার্জ। এছাড়াও ব্যবহার করা হয়েছে সাড়ে ৬ ইঞ্চির এমুলেট ডিসপ্লে, ফলে সূর্যের আলোতে ব্যবহার করতে পারবে, এতে কোনরকম ছায়া পড়বে না বা অন্যকোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। ধারণ ক্ষমতার জন্য ৮ জিবি র্যামের বিপরীতে ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি রম। ক্যামরায়ও রয়েছে দারুণ চমক, রয়েছে ত্রিপল ক্যামরা সেটআপ। প্রাইমারি ক্যামরা ৫০ মেগাপিক্সেল অন্যদিকে সেলফি ক্যামরা ৩২ মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি রাখা হয়েছে ৪৫০০ mAh সক্ষমতা সম্পন্ন ব্যাটারি৷

 

 

ফোনটির দাম নিয়ে রয়েছে অনেক জল্পনা-কল্পনা। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে, আইফোনের তুলনায় এটির দাম অনেক কম হবে। ধারণা করা হচ্ছে ৫০০ ইউরো হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০,০০০ টাকা। ইতোমধ্যে ফোনটি বাজারে বেশ সারগম ফেলেছে। এটিই প্রথম ফোন যেটি বাজারের লঞ্চ করার আগে নিলামে তোলা হবে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।