Bijoy Shoroni

গ্রাম অঞ্চলে ছাগল চরানোর দৃশ্য হয়ত সবার চোখে পরে, তবে শহরে দেখা মিললো ছাগল চরানোর দৃশ্য । রাজধানী বিজয় স্মরণী এলাকায় ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন মিলন নামের এক ব্যক্তি। ছাগল কিনে এনে তিনি কয়েক ঘন্টা ঘাস খাওয়ানো শেষে জবাই করে বিক্রি করেন। এই কাজটি করে তিনি কতটা লাভবান হোন? কতদিন ধরে করছেন এই ব্যবসা? পজিটিভ থিংকের ক্যামেরায় জানিয়েছেন মনের জমানো সব কথা।

মিলন নামের ওই ব্যক্তি বলেন,  ৩০ বছর ধরে আমি এই ব্যবসা করছি এখন ৯টা ছাগল আছে। ছাগল কেনে এনে বিক্রি করি। আরও ছাগল ছিল সেগুলো বিক্রি করেছি। এখানে ঘাস খাওয়ানো শেষ হলে বিজয় স্মরণী কলমি লতা বাজারে গিয়ে বিক্রি করবো। প্রতিদিন এই কাজই করি। ছাগলগুলো জবাই করে বিক্রি করি, আবার যারা জীবিত ছাগল নেন সেটাও বিক্রি করি, আর এটা করেই সংসার চালাই।

ছাগল বিক্রেতা মিলন জানান, এই ব্যবসা করে আগে সংসার চলতো, এখন আর সংসার চলে না। এই ব্যবসা ছোটকালে শিখেছি এজন্য এটাই করে যাচ্ছি। আর কোনো কাজের উপায় পাই নাই। তিনি আরও বলেন, জীবন নিয়ে আফসোস অনেক থাকে, আজকে ৩০ বছর ধরে এই ব্যবসায় আছি এখনও কিছুই করতে পারি নাই কোনো উন্নতি হয় নাই, দিনশেষে ‍কিছুই থাকে না। তবুও আমি সুখে আছি, সুস্থ্য আছি । আল্লাহর কাছে শুকরিয়া।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।