Ananna
জান্নাতুল নাঈম অনন্যা । বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারি পাড়া গ্রামে। পিতা মনিরুজ্জামান মনির। অনন্যার স্কুল জীবন কাটে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ জীবন ঝিনাইদহ কেসি কলেজে । তিনি এসএসসিতে জিপিএ ৫.০০ এবং এইচএসসিতে ৪.৮০ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর নামেন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে। সুযোগ পান ইসলামী বিশ্ববিদ্যালয়ে। পরে সেখানেই আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন অনন্যা।
ঠিক নামের মতোই অনন্যা হয়ে দেখান এই তরুণী, অবাক করেন পরিবার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের। প্রথম বার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষা দিয়ে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হন তিনি ।

আরও পড়ুন : জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের উপায়!

জান্নাতুল নাঈম অনন্যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি অংশ নেন ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায়।
অনন্যা জানান, বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি পর থেকেই স্বপ্ন দেখতাম একজন বিচারক হওয়ার। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তবে এই জায়গায় আসার পেছনে বাবা-মায়ের অবদান অনেক বেশি। আমার মা আমাকে সবসময় সার্পোট দিয়েছেন অনুপ্রেরণা জোগিয়েছেন। এভাবে সার্পোট না দিলে হয়ত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হতো না।
দেশের জন্য কাজ করতে চান এই তরুণী। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নকে আরও এগিয়ে নিতে  সুশাসন জোরদার করা জরুরি। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি সর্বদা সচেষ্ট থাকবো।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।