padma lights
প্রথমবারের মতো পুরো পদ্মা সেতুতে জ্বলল আলো। ১৫ মে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা সেতুতে একসঙ্গে জ্বলে ওঠে ৪১৫টি ল্যাম্পপোস্টের বাতি। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মূল সেতুর বুকে এ বাতি জ্বালানো হয়। এতে আলোতে ভরে ওঠে পদ্মার বুক।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, আগের দিন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া প্রান্তের ল্যাম্পপোস্টে ২০৭টি বাতি জ্বালানো হয়েছিল। মঙ্গলবার পুরো সেতুতে সব তথা একসঙ্গে ৪১৫টি ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয় এই প্রথম।  এর আগে ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় পদ্মা সেতুতে। ওই দিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ২৪ ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়ে। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সব বাতি জ্বালানো হয়।
light padma
আরও পড়ুন : পদ্মা সেতু নিয়ে গান গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হতে চলেছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।