Nilphamari 770x450 1
১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। এবার প্রথমবারের মতো ইউভিএম পদ্ধতিতে ভোট দেবেন ইউনিয়নের মোট ১৯ হাজার ৮০১ জন ভোটার।
২০১১ সালের ৫ জুন ইউনিয়নটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৬ সালের মধ্য সময়ে মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে। পরে সীমানা জটিলতা নিরসন হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারী, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচনী তফসীল থেকে বাদ পড়ে খোকশাবাড়ি ইউনিয়ন। সবশেষ ধাপে খোকশাবাড়ি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : চলছে কুসিক এর ভোটগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ মেয়রসহ ১৪৭ জন প্রার্থী
সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে সরেজমিন, সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার পর থেকেই তাদের উপস্থিতি বাড়ে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।