Sharmila
ষাটের দশকের অন্যতম নায়িকা জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। ৮ জুলাই শুক্রবার ভোরে উত্তরার নিজ বাসায় মারা যান তিনি। অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা  তার ফেসবুক পোস্টে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি প্রকাশ করেন।
শর্মিলী আহমেদ এর জন্ম ১৯৪৭ সালের ৮ মে।  ১৯৬৪ সালে তিনি অভিনয় পেশা শুরু করেন। ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন।
শর্মিলী আহমেদ মুর্শিদাবাদেরQ বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। শর্মিলী আহমেদ তানিমা নামের একটি মেয়ে আছে। তার ছোট বোন ওয়াহিদা মালিক জলি থিয়েটার অভিনয় করেন
তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।