মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ১০০৬ পিস ইয়াবাসহ ০২ জস মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 
র‌্যাপিড একশন ব্যাটচলিয়ন -১০ এর ফেসুবক পেজে জানান, গত ০৪ জুলাই ২০২২-এ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন আলমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০১,৮০০ টাকা (তিন লক্ষ এক হাজার আটশত) টাকা মূল্যের ১০০৬ (এক হাজার ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হরো শ্রীনগরের মোঃ রানা বেপারী (৩১) ও মোঃ মনির হোসেন (৩২) বলে জানান র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-১০। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,০৭০ টাকা (এক হাজার সত্তর) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও গোপনে চোরাকারবারি করে আসছে বলে স্বীকার করেছেন বলে জানান র‌্যাব।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।