দেশে বই বিক্রয়ের জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কমের উদ্যোগে আয়োজিত হলো ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’।
গত ৪ জুলাই বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকাল ৪:৩০ মিনিটে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক, একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দা হক, বরেণ্য শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ, আগামী প্রকাশনার প্রতিষ্ঠাতা ওসমান গণি ও নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিচ্ছেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথির বক্তব্যে বলেন, এক সময় যেটা আমরা ভাবতে পারতাম না, সেটা এখন করে দেখাচ্ছে আমাদের তরুণরা। আমি মোবাইল দিয়ে বিকাশে একাউন্ট খুলতে আধাঘন্টা পার করে দিলাম, আমাদের এক তরুণ বলল এ কাজটা আমি পাঁচ মিনিটে করে দিচ্ছি, সে খুঁজে বের করল আজকের নগদের আইডিয়া। সে নগদ এখন দেশের সবচেয়ে বড়ো মার্কেটপ্লেস। সোহাগ বই নিয়ে যে কাজ করছে, তাও প্রশংসায অতুলনীয়। প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে যাচ্ছে, যা এক সময় ভাবাই যেত না।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটা দেশের সব শক্তির প্রয়োজন কিন্তু সবচেয়ে বড়ো প্রয়োজন তারুণ্যের শক্তি, তরুণরা চাইলে সব করতে পারে। তাদের মেধা ও মনন বিকাশিত হবে যত বেশি বইয়ের সাথে থাকবে, পড়বে, জানবে।
বিকাল চারটায় শুরু হওয়া অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। তারপর একে একে অতিথির বক্তব্যে শেষে এই বছর অনলাইনে রকমারি বইমেলায় সর্বোচ্চ বিক্রিত বইগুলোর লেখক ও প্রকাশকদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রকমারি অনলাইনের মাধ্যমে এই বেস্টসেলার পুরস্কার আয়োজন করে আসছে। এবারই প্রথম অফলাইনে অনুষ্ঠান হয়, এবং এটি রকমারির ইতিহাসে সবচেয়ে বড়ো সাহিত্য আয়োজন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।