aguneew
বাবা মা ও ছেলে সন্তানকে হারিয়ে শুধু স্ত্রীকে নিয়েই সংসার সড়ক নির্মাণ শ্রমিকের । প্রত্যন্ত এলাকায় পিচঢালা সড়ক নির্মাণের কাজের সময়ই দেখা মিলে সেই নির্মাণ শ্রমিকের। চ্যানেল আই পজিটিভ থিংক কথা বলে তার সাথে জানতে চায়, তার পেশা ও জীবন সম্পর্কে।
চ্যানেল আই পজিটিভ থিংকের ক্যামেরায় ওই নির্মাণ শ্রমিক জানান দীর্ঘ ২০ বছরের  বেশি সময় ধরে কাজ করছেন সড়ক নির্মাণের। দৈনিক মজুরি পায় ৪শ থেকে ৫শ টাকা। তবুও  নেই দুঃখ, নেই কোনো অভিযোগ।

আরও পড়ুন  ও দেখুন : কৃষকদের কেন রোগ কম হয়?

অধ্যাধুনিক প্রযুক্তির ফলে সড়ক নির্মাণের কাজ অনেকটা সহজতর হয়েছে। এতে সহজে কাজ করতে পারে নির্মাণ শ্রমিকরা । দেখা মিলে একটি অত্যাধুনিক চায়না মেশিনের। নির্মাণ শ্রমিকদের জিজ্ঞাসা করতেই বলেন, এটা প্ল্যান মেশিন। নিজ থেকে বালু তুলে নেয় এবং পাথরের সাথে মিক্স করে ফেলে।
উত্তপ্ত রোদের মধ্যে আগুনে গলাচ্ছিলেন পিচ। পিচ গলানোর কৌশল সম্পর্কেও জানান তারা । আগুনে ব্যবহার করেন বৈদুতিক তার। এতে করে আগুনের তাপ থাকে বেশি। কাজ হয় দ্রুত।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।