Shamiul
রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকার চন্দ্রীমা উদ্যানের গেইটে দেখা মিলে সামিউল নামের এক তরুণের। তখন তিনি পাশে সন্তানকে রেখে ব্যবসা সাজাচ্ছিলেন। পজিটিভ থিংক কথা বলে তার সাথে জানতে চায় তাদের ব্যবসা ও জীবন সম্পর্কে। এ-সময় সামিউল পজিটিভ থিংকের ক্যামেরায় বলেন, ১৮-১৯ বছর বয়সে বিয়ে করি, আমার সন্তান সে। ওর নাম মুন্না। বাসায় রাখার মতো কেউ নেই, আমার বউ এখানে পান সিগারেট ও ফুল বিক্রি করবে আর আমি বিক্রি করবো পানি। তাই সঙ্গে নিয়ে আমরা ব্যবসা করছি।

৭ বছরের বিবাহিত জীবনে স্বামী স্ত্রী মিলে ঢাকার রাস্তার ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা, প্রতিদিন আয় আসে ৫০০ থেকে ১ হাজার টাকা। আর এই আয় দিয়েই চলে সামাউলের ছোট্ট সংসার ।
সন্তান মুন্নার ভবিষ্যৎ নিয়ে ভাবেন কিনা? জানতে চাইলে সামাউল জানায় হ্যা ভাবি তাকে পড়াশোনা করাবো। তবে ঢাকায় না গ্রামে। ঢাকায় থাকলে নষ্ট হয়ে যাবে। গ্রামের নিয়ে পড়াশোনা করাবো, একটু বড় হলে পরে শহরের দিকে আনবো। ছেলেকে পড়াশোনা করাতে আমরাই ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবো ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।