sakib
সাকিব আল হাসান নিজেও দক্ষিণাঞ্চলের মানুষ। জন্ম-বেড়ে ওঠা, ক্রিকেটের হাতেখড়ি খুলনাতে। যার ফলে পদ্মা সেতুর মর্মটা তিনি বুঝতে পারেন ভালো করেই।
পদ্মাসেতুর উদ্বোধনের দিনটিতে দেশে থাকলে হয়ত সাকিব নিজেও উপস্থিত থাকতেন এই বর্ণিল আয়োজনে। দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে এখন তিনি। তবে সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও অবশ্য তারা নিজেদের বঞ্চিত রাখেননি উৎসবে অংশ নেওয়া থেকে। কেক কেটে উদযাপন করেছেন পদ্মা সেতুর উদ্বোধন।

 

আরও পড়ুন : পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী ও প্রকল্পের কর্মীদের ধন্যবাদ দিলেন তামিম

 

এক ভিডিওবার্তায় জানিয়েছেন পদ্মাসেতু নিয়ে নিজের অনুভূতি কথা। সেখানেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাকিব বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে।’
‘সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আশা করি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।