pADMA PM
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুকে জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয় জনসভার মঞ্চ । পানিতে রাখা হয় নৌকা।
মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যর শেষে দেখা দেয় অন্যরকম দৃশ্য। পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যান মঞ্চের দিকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলে মঞ্চের সামনে থাকা দলের জেষ্ঠ্য নেতারা বাধা দিতে নিষেধ করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে এগিয়ে আসেন, এবং সেই কিশোরী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেন। প্রধানমন্ত্রী  ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। কি কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তা শোনা যায়নি।
প্রধানমন্ত্রীর সাথে কথা বলা শেষ হলে ওই কিশোরীকে সরিয়ে নিয়েছেন পুলিশের নারী সদস্যরা।
এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করতে গিয়ে যারা জমি দিয়েছিলেন, তাদের ঘর করে দিয়েছি, জমি দিয়েছি। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা।
‘এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছে। আমাদের একটাই লক্ষ্য ছিল, পদ্মা সেতু নির্মাণ করবই। সেই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেল। আমরা আসব, আপনারাও যাবেন।’
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।