aPM
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করতে গিয়ে যারা জমি দিয়েছিলেন, তাদের ঘর করে দিয়েছি, জমি দিয়েছি। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা।
‘এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছে। আমাদের একটাই লক্ষ্য ছিল, পদ্মা সেতু নির্মাণ করবই। সেই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেল। আমরা আসব, আপনারাও যাবেন।’

 

আরও পড়ুন ‘পদ্মাসেতুর খবর’ 

১. পদ্মাসেতুতে দাড়িঁয়ে বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী দেখলেন প্রধানমন্ত্রী

২. রঙিন আয়োজনে উদ্বোধন হল পদ্মাসেতু!

৩. পদ্মাসেতু উদ্বোধন : প্রধানমন্ত্রীকে স্যালুট জানালেন ওবায়দুল কাদের

৪. দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীর সাথে পদ্মাসেতু নির্মাণে জড়িত ব্যক্তিদের ফটোসেশন

৫. পদ্মাসেতু উদ্বোধন, আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই : প্রধানমন্ত্রী

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।