pmm
পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেতুর উদ্বোধন ঘিরে ‘পদ্মাকন্যা’ খেতাব পাওয়া শেখ হাসিনা ও আমন্ত্রিত অতিথিদের জন্য আগে থেকে প্রস্তুত ছিল মাওয়া প্রান্ত। দলের শীর্ষ নেতারা আসেন মাওয়ায় প্রান্তে।
সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে জমকালো আয়োজনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কর্মসূচির হিসেবে মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  এই পদ্মসেতু শুধু ইট পাথর আর রড সেমেন্টের সেতু না । এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের সৃজনশীলতা। বঙ্গবন্ধু বলেছিল কেউ দাবায়ে রাখতে পারবে না। কেউ দাবায়ে রাখতে পারেনি।
বঙ্গবন্ধু কখনো মাথা নত করেনি। আমরা কখনও মাথা নত করবো না । আমরা বঙ্গবন্ধুর দেখানো পথে হেটে আজ আমরা বিশ্বের বুকে মা্থা উচু করে দাড়াঁতে পারছি। যারা পদ্মাসেতুর বিরোধীতা করেছিল কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই ।

আরও পড়ুন :

১. পদ্মাসেতু উদ্বোধন : প্রধানমন্ত্রীকে স্যালুট জানালেন ওবায়দুল কাদের

২. পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির আনন্দ র‌্যালি

৩. পদ্মাসেতু দিয়ে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রী আরও বলেন, আমার বাবা মায়ের দোয়া আমার প্রতি ছিল বলেই আমি মানুষের জন্য কাজ করে যেতে পারছি। যারা পদ্মাসেতুর বিরোধীতা করেছে তাদের মধ্যে শুভ বুদ্ধি উদয় হোক। তারাও দেশ প্রেমিক হোক এটাই কামনা ।
দেশ ও দেশের মানুষের বিপদে পাশে থাকতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে শপথের আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে পদ্মসেতু নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পদ্মাসেতু নিয়ে ইতিহাস ঐতিহ্য ও সংগ্রাম সাফল্যের এই প্রামাণ্যচিত্র উপভোগ করে প্রধানমন্ত্রীসহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা।
এর আগে হেলিকপ্টারযোগে সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেবেন। পরে বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন। তিনি বেলা ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।