kader
পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেতুর উদ্বোধন ঘিরে ‘পদ্মাকন্যা’ খেতাব পাওয়া শেখ হাসিনা ও আমন্ত্রিত অতিথিদের জন্য আগে থেকে প্রস্তুত ছিল মাওয়া প্রান্ত। দলের শীর্ষ নেতারা আসেন মাওয়ায় প্রান্তে।
সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে জমকালো আয়োজনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কর্মসূচির হিসেবে মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বক্তব্য রাখেন । তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণে অন্য কারও কৃতিত্ব নেই। কৃতিত্ব পুরোটা শেখ হাসিনার। এসময় তিনি শেখ হাসিনাকে স্যালুট প্রদর্শন করেন। পদ্মাসেতু নিয়ে তার কবিতার পংক্তি শুনান মন্ত্রী।

 

১. পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির আনন্দ র‌্যালি

২. পদ্মাসেতু দিয়ে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

৩. প্রতিদিন ৭৫ হাজার যানবাহন চলতে পারবে পদ্মাসেতুতে

 

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।