SAMIMA SRABONI
দেশের জনপ্রিয় অ্যানিমেশন ভিডিও কন্টেন্ট নির্মাতা শামীমা শ্রাবণী। পরীক্ষায় ফেইল করে পরেন নতুন এক পরীক্ষায়। ইচ্ছে জাগে ভিডিও কন্টেন্ট নির্মাণের, নিজের হাস্যজ্বল চেহারা না দেখিয়ে ভিডিও তৈরির মিশনে নামেন এই কিশোরী। ভালো ছবি আকাঁর দক্ষতা দিয়ে শুরু করে অ্যানিমেশন ভিডিও তৈরির কাজ, ভিডিও বানাতেও গিয়ে ব্যর্থ হন তিনি। কিভাবে ঘুরে দাড়িয়ে সফল হলেন শামীমা শ্রাবণী, চ্যানেল আই পজিটিভ থিংকের ক্যামেরায় বলেছেন অ্যানিমেশন কন্টেন্ট নির্মাতা হওয়ার পিছনের সব গল্প। জানিয়েছেন সাফল্য ও সম্ভাবনার কথা।
তিনি বলেন, কন্টেন্ট নির্মাণে শুরুর দিকে সবাই যেটা করে সখের বসে, আমার ক্ষেত্রে একদমই ভিন্ন ছিল। পরীক্ষায় ফেল করার পর হাতে অনেক সময় ছিল, তখন পার্ট টাইম চাকুরি করি। তবে একটা জায়গায় বেশিদিন টিকতে পারতাম না। পরে বিভিন্ন ভিডিও কন্টেন্ট নির্মাতাদের দেখে ইচ্ছেহয় এখান থেকে যেহেতু আয় করা যায় তাহলে আমিও ভিডিও কন্টেন্ট বানাবো। নিজের কাজ নিজে করবো, এখানে ঝারি দেওয়ার মতোও কেউ থাকবে না। শুরুর দিকে বিভিন্ন ধরণের কন্টেন্ট বানাতাম সেগুলো মানুষ দেখতো না, পরে কাটুন আকাঁ শুরু করি। তখন থেকেই অ্যানিমেশন কন্টেন্ট নির্মাণ শুরু।

 

আরও পড়ুন : মানব কল্যাণে সচেতনতার ফেরিওয়ালা সাঈদ রিমন

 

শ্রাবণীর ভিডিওর অন্যতম চরিত্র ইয়ামিন, জানালেন তার সম্পর্কে মজার সব ঘটনা।  চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাসিত তিনি।  শ্রাবণী বলেন, ইয়ামিন আমার বোনের ছেলে, সে অনেক ছোট, তার দৈনন্দিন চলাফেরা কথাগুলোই তুলে ধরার চেষ্টা করি। তবে অনেক সময় ভয়েস দিতে চাইনা, তবে ম্যানেজ করে নিতে হয়।
তিনি আরও বলেন, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পাবো সেটা কখনও ভাবিনি, সেখানে আমার সিনিয়র অনেক কন্টেন্ট নির্মাতারা ছিল। অনেক অ্যানিমেটররা ছিল, পুরস্কার পেয়ে অনেক খুশি আমি। আমি মনে করি পুরস্কার এগিয়ে যাওয়ার প্রেরণা।
নায়িকার বান্ধবীর চরিত্রে অভিনয়ে করার ইচ্ছে প্রকাশ করে শ্রাবণী শেয়ার করলেন তার জীবনে কাটানো সেরা মহুর্তগুলোর কথা। ফেসবুক হ্যাক হওয়ার পর পরেন অনেক বিড়ম্বনায় অনেক প্রচেষ্টার পর ফিরে পান তার ফেসবুক।
শামীমা শ্রাবাণী সাফল্যমন্ডিত এই ডিজিটাল কন্টেন্ট নির্মানের জায়গাটিকে নিয়ে যেতে চান, বহুদূর। Walt Disney Animation Studios  এর মতো একটি বড় অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান গড়ার স¦প্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন স্বপ্নবাজ শ্রাবণী।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।