Shihab
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে রংপুরের যাওয়ার পর সংবর্ধনা পেয়েছি। জেলা প্রশাসক স্যার এসেছিলেন, ডিআইজি স্যার ছিলেন, ক্রিকেট কোচরা ছিলেন। আমরা আনন্দ করেছি। আরও কিছু আয়োজন ছিল তবে আমার অনুর্ধ্ব ১৭ এর ক্যাম্প থাকায় আমি থাকতে পারিনি। আলাপচারিতায় এমনটিই বলছিলেন শাইখ ইমতিয়াজ শিহাব।
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ সেরা পুরস্কার, টুর্নামেন্ট সেরা পুরস্কার, এবং সেরা বোলারের পুরস্কার ছিল তার দখলেই।  চ্যাম্পিয়ন দল রংপুর শিশু নিকেতনের অধিনায়ক ও ৩ বিভাগে সেরা পুরস্কার পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব এর সাথে কথা বলেছেন মোশারফ হোসাইন।
মোশারফ হোসাইন : আপনার ক্রিকেট নৈপুণ্য দিয়ে নজর কাড়লেন কখন? কীভাবে প্রকাশ পেল আপনার ক্রিকেট মেধা?।
শাইখ ইমতিয়াজ শিহাব : চতুর্থ শ্রেণিতে যখন পড়ি তখন রংপুর পান্থকুঞ্জ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার সময় আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যিনি আমার কোচ ছিলেন তিনি আমাকে দেখে পছন্দ করেন, এবং  আমার প্রশংসা করে তিনি বলেন ছেলেটাকে আমার স্কুলে খেলাবো। সেইসময় স্যাররা, বড় ভাইয়েরা এবং আশেপাশের মানুষ বলেছে এতো ছোট বাচ্চা! সেকি খেলতে পারবে?, আমার কোচ তখন বলেছিলেন শিহাব পারবে। শিহাবের সেই সক্ষমতা আছে।
এরপর আন্তঃ স্কুল ক্রিকেটে খেলার সুযোগ পাই। আমার দলে ও আমার বিপক্ষ দলে যারা খেলতো তারা আমার চেয়ে অনেক বড় ছিল, কেউ নবম শ্রেণিতে পড়তো কেউবা দশম শ্রেণিতে।  আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ছিল আমার ১ম কোনো বড় ইভেন্টে খেলা, ১ম বারই দলকে চ্যাম্পিয়ন করতে সক্ষম হই, এবং ৪ উইকেট নিয়ে আমি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হই। সবাই আমার খুব প্রশংসা করে। আরও ভালো খেলার প্রেরণা পাই।
মোশারফ হোসাইন : পরিবার আপনার ক্রিকেটকে কীভাবে দেখে?
শাইখ ইমতিয়াজ শিহাব : বাবা টিভিতে ক্রিকেট খেলা দেখে বলতেন তোমাকে তাদের চেয়েও বড় ক্রিকেটার হতে হবে, দেশের জন্য খেলতে হবে।  বলা যায় আবার অনুপ্রেরণায় ও বাবা ইচ্ছে পূরণ করতেই আমার ক্রিকেটে আসা। এবং জাতীয় দলের একজন ভালো ক্রিকেটার হয়ে বাবা স্বপ্ন পূরণ করতে চাই। পরিবার আমাকে খুবই সাপোর্ট দেয়, আর তারা সাপোর্ট দিয়েছে বলেই আমি এতদূর আসতে পেরেছি।
মোশারফ হোসাইন : অনেকের তো অনেক কিছু হওয়ার স্বপ্ন থাকে, আপনি কি হওয়ার স্বপ্ন দেখতেন?
শাইখ ইমতিয়াজ শিহাব : আমার ছোটবেলা থেকেই ইচ্ছে বড় একজন ক্রিকেটার হবো, ক্রিকেটের সাথে পুরোপুরি জড়িয়ে যাওয়ার ফলে অন্য কিছু হতে হবে সেটা ভাবনায় আসতো না। ক্রিকেটই ধ্যানজ্ঞান হয়ে থাকে।
মোশারফ হোসাইন : দেশের ও দেশের বাইরের কোন ক্রিকেটারকে আপনার ভালো লাগে, কাকে ফলো করেন এবং কোন ক্রিকেটারের মতো হতে চান?
শাইখ ইমতিয়াজ শিহাব : দেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও আফিফ হাসান ধ্রুব এর ব্যাটিং স্টাইল ভালো লাগে, এবং বিদেশি ক্রিকেটার মধ্যে ভালো লাগে বিরাট কোহলি ও রাশিদ খানকে। আমি লেগ স্পিনার হিসেবে রশিদ খানকে ফলো করলেও তার মতো হতে চাই না, তার চেয়ে আরও ভালো মানের বোলার হতে চাই। নিজেকের নিজের মতো করে তৈরি করছি একজন শিহাব হতে চাই।
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শেষে লেগ স্পিনার এই উদীয়মান ক্রিকেটার ডাক পেয়েছেন অনুর্ধ্ব ১৭ খেলোয়াড়দের ক্যাম্পে। এখন প্রত্যাশা এগিয়ে যাওয়ার জাতীয় দলে খেলে যেন দেশকে প্রতিনিধিত্ব কর‍তে পারেন তাই ক্রিকেটপ্রেমী মানুষ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিহাব।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।