IMG 20220715 113052
হাইফা বন্দর রতের আদানি গ্রুপ ও ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাগতের কাছে প্রায় ১১৮ কোটি ডলারে বিক্রির ঘোষণা দিয়েছে তেল আবিব।
গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২ বছরের দরপত্র প্রক্রিয়ার শেষে কম মূল্যে আমদানি ও স্বল্প সময়ে পণ্য খালাসের শর্তে আদানি ও গাগতের কাছে হাইফা বন্দর বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান গণমাধ্যমকে বলেন, ‘হাইফা বন্দরের বেসরকারিকরণ বন্দরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে এবং জীবনযাত্রার খরচ কমাবে।’
রয়টার্সের প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, হাইফা বন্দরের অংশীদারিত্বের ৭০ শতাংশ আদানি গ্রুপ ও ৩০ শতাংশ গাদত পেয়েছে; যা গত ২ বছরের দরপত্রের মাধ্যমে মিমাংসা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি টুইটারে লেখেন, ‘দরপত্রে জয়ী হতে পেরে আনন্দিত… ২ জাতির কাছেই এর কৌশলগত ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।’
দরপত্রে বিজয়ী প্রতিষ্ঠান ২টি আগামী ২০৫৪ সাল পর্যন্ত বন্দর পরিচালনা করবে বলে জানান হাইফা বন্দর কর্তৃপক্ষ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।