FB IMG 1657822819988
নরওয়ে অনুষ্ঠিত ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের শিক্ষার্থীদের দল একটি ব্রোঞ্জপদক ও পাঁচটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন।
২৫২ নম্বরের মধ্যে বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ১১৫ নম্বর পেয়ে ১০৪টি দেশের মধ্যে ৫৭তম স্থান অধিকার করেছে।আইএমওতে এটি দলীয়ভাবে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। এর আগে ২০২০ সালে দলীয়ভাবে ১১৮ নম্বর পেয়েছিল বাংলাদেশ।
আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বেলা ৩টায় অসলোর টাউন হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পদক প্রদান করা হবে।
বাংলাদেশ দলের হয়ে একমাত্র ব্রোঞ্জপদক পাওয়া তাহজিি হোসেন খান সরকারি আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ছিল ২৩।
সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন নটর ডেম কলেজের তাহমিদ হামিম চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. ফোয়াদ আল আলম, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, নটর ডেম কলেজের মো. আশরাফুল ইসলাম ফাহিম ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা। পর্যায়ক্রমে তাদের প্রাপ্ত নম্বর ২১, ২১, ১৯, ১৭ ও ১৪।
এ বছর দলীয়ভাবে ২৫২ নম্বরের মধ্যে ২৫২ নম্বর পেয়ে ৬টি সোনার পদক নিয়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। দক্ষিণ কোরিয়া ২০৮ নম্বর নিয়ে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র ২০৭ নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ১৬৫ নম্বর নিয়ে ২৪তম, শ্রীলঙ্কা ৭৭ নম্বর পেয়ে ৭৩তম, পাকিস্তান ৫৪ নম্বর নিয়ে ৮২তম ও নেপাল ২৭ নম্বর নিয়ে ৮৯তম স্থান অধিকার করেছে। আয়োজক দেশ নরওয়ে ৬১তম স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর আইএমও প্রতিযোগিতা ভার্চ্যুয়ালি হয়েছিল। করোনার পর এবারই এই প্রতিযোগিতা সরাসরি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্বের প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ ছয়জন প্রতিযোগী অংশ নেয়ার সুযোগ পায়। প্রতিযোগিতায় পরপর দুই দিন ছয়টি অঙ্ক করতে দেওয়া হয়। ছয়টি অঙ্ক হয় একেবারে মৌলিক ও নতুন। প্রতিটি প্রশ্নের মান ৬ নম্বর করে। প্রতিদিন সময় দেওয়া হয় সাড়ে চার ঘণ্টা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।