৪০ বছর ধরে দর্জির কাজ করছেন ৬০ বছর বসয়ী বৃদ্ধ। একই দোকানে দর্জির কাজ করে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ৪০টি বছর। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় পা রেখেছিলেন তিনি। দেশের সব কিছু পরিবতর্ন হলেও বদরায়নি তার জীবন। বয়সের ভারে অনেকটা নুয়ে গেলেও মনোযোগ দিয়ে চালিয়ে যান সেলাইয়ের কাজ।
নিজের জীবন নিয়ে কোনো আফসোস না থাকলেও একটা সময় ছিল ছেলে মেয়েদের নিয়ে চাওয়া, যেই চাওয়াটি পূরণ হয়নি। চেয়েছিলেন ছেলে মেয়েরা ভালো কোনো চাকুরিজীবি হবেন জীবনের শেষভাগটি কাটিয়ে দিবেন আরাম আয়াসে । ইচ্ছেটা পূরণ না হলেও নিজেকে সুখী ভাবেন তিনি। প্রতিদিন ৪ থেকে ৫০০ টাকা আয় করে চালিয়ে যাচ্ছেন সংসার ।