DC CTG
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান। এর আগে মঙ্গলবার সকাল ১১টায় কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে বলে নিশ্চিত করেছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্থাপিত সহায়তা কেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মোমিনুর রহমান বলেন, বিএম কনটেইনার ডিপোর অগ্নিদুর্ঘটনায় হতাহতদের পাশে আছে সরকার। শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন : কনটেইনার ডিপোর আগুন ৬০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে : সেনাবাহিনী

 

তিনি আরও বলেন, বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবে সরকার। যতদিন তাদের চিকিৎসার প্রয়োজন হবে, ততদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এছাড়াও বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা, আহতদের ৫ লাখ টাকা এবং যেসব ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তাদের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে আগুন ও বিষ্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক মানুষ।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।