Picsart 22 07 03 01 00 05 251
পরিচয় গোপন করে গেমিং ভিডিও নির্মাণ করা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার অ্যালেক্সা ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন পৃথিবী ছেড়ে। তার ভিডিয়ো কোটি কোটি মানুষ দেখলেও তাকে অনেকেই চিনেন না, কারণ তিনি কখনো ক্যামরার সামনে আসতেন না, কিংবা নিজের পরিচয়ও বলতেন না। তার মৃত্যুতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সর্বাধিক পরিচিত পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন। নিচে স্ট্যাটাসটি তুলে ধরা হলো
অ্যালেক্স তুমি হয়তো চাইতে না তোমায় সবাই চিনুক কিন্তু আমি তোমার গল্প সবাইকে না বলে পারছিনা।অ্যালেক্স তোমায় সবাই চিনুক, সবাই ভালোবাসুক।
অ্যালেক্স আমার মতোই একজন ইউটিউবার। অবশ্য অ্যালেক্স আসল নাম জানা নেই, ইন্টারনেটে সবাই অ্যালেক্সকে টেকনোব্লেড নামেই চেনে। অ্যালেক্স নিজের মুখ, নিজের পরিচয় গোপন রেখেই গেমিং ভিডিও বানাতো ইউটিউবে এবং ওর সাবস্ক্রাইবার এক কোটির ও বেশি। আমি মাইনক্রাফট গেমের অনেক কিছুই অ্যালেক্সের থেকে শিখেছি। গত কয়েক মাস অ্যালেক্স ভিডিও দেয়নি ঠিকমতো। তবে গতকাল একটা ভিডিও দিয়েছে, এই ভিডিও টা না এলেই বোধ হয় ভালো হতো।
অ্যালেক্স আর নেই। ক্যান্সারের কাছে অ্যালেক্স হেরে গেছে। অ্যালেক্স ভালো করেই জানতো এটাই ওর শেষ ভিডিও। অ্যালেক্স ওর ভিডিও তে জানিয়েছে ওর ফ্যানরা এভাবে ওকে সাপোর্ট করার জন্য ও অনেক কিছু করতে পেরেছে। ওর ভাই বোনদের আর পড়াশোনায় কোনো অসুবিধা হবেনা কারন অ্যালেক্স ইউটিউব থেকে সেরকম রোজগার করে গেছে। অ্যালেক্স জানতো ও বেশিদিন নেই তাও আনন্দের সাথেই ভিডিও বানাতো আর কাউকে জানতেও দেয়নি।ক্যান্সারের জন্য চ্যারিটি স্ট্রিম করে পাশে থাকতে চেয়েছে ওর মতোই আর ও ক্যান্সারে আক্রান্ত মানুষদের। শেষ ভিডিওতে অ্যালেক্স জানিয়েছিলো আর ও একশোটা জীবন পেলেও ও অ্যালেক্স হয়েই আসতে চায়।মৃত্যুর আগেও নিজের ফ্যানদের জন্য একটা চিঠি লিখে অ্যালেক্স তার বাবাকে দিয়ে যায় আর তার কিছু ঘন্টা পর চলে যায়।
অনেকেই বলে আর বলবেও , ইউটিউবাররা সব ধান্দাবাজ, আলতু ফালতু ভিডিও বানিয়ে শুধু ফেম চায়। টাকা কামানোই এদের আসল উদ্দেশ্য। বলুন, একশো বার বলুন গালাগাল ও দিন।তবে অ্যালেক্স রা এভাবেই আসবে আর চলে যাবে না বলেই। ওদের এই লিস্ট থেকে বাদ দেবেন ব্যাস এটুকুই বলার।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।