এখন থেকে সর্বনিম্ন ২০ টাকার রিচার্জ করা যাবে গ্রামীণফোন সিমে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর এই কোম্পানি গত ০১ জুলাই, ২০২২-এ মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এই তথ্য সরবরাহ করেন।
তবে গ্রাহকরা চাইলে ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন অ্যাপসের মাধ্যমে। একইসাথে ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলোও আগের মত ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। গ্রামীণফোন এমন সিদ্ধান্ত নিলেও অন্যান্য সিম কোম্পানিগুলো পূর্বের নিয়মই বহাল রয়েছে; সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যাবে অন্যান্য সিম অপারেটরগুলোতে।
উল্লেখ্য, সম্প্রতি ভয়েস কল-ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারার অভিযোগে গ্রামীণফোন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যদিও গ্রামীণফোনের তরফ থেকে বলা হয়েছে, বিটিআরসির এই অভিযোগ ভিত্তিহীন। তারা আশা করছেন, শিগগিরই বিটিআরসি এই নিষেধাজ্ঞা তুলে নিবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।