বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের অবিচ্ছেদ্য অংশ বিনোদনধর্মী কনটেন্ট তৈরি ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেন নব প্রজন্মের অনেকে। তাদেরই মধ্যে একজন বাংলাদেশের মেধাবী সন্তান সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার করে শিক্ষা বিষয়ক কার্যধারা অব্যাহত রেখে লক্ষ লক্ষ শিশু-কিশোরসহ অসংখ্য মানুষের মাঝে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সহজ পথ দেখিয়ে যাচ্ছেন তরুণ শিক্ষক ইমাম হোসাইন। হেডম্যান একাডেমি নামে নেতৃত্বাধীন প্রতিষ্ঠান এবং তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে চ্যানেল আই পজেটিভ থিঙ্কের ক্যামরায়।

ইমাম হোসাইন বলেন, ‘আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমার শৈশব কেটেছে আমার নানুর বাড়িতে। ছোটবেলায় আমি ছেয়েছি বড়ো হয়ে একজন ভালে ভিলেন হতে। কারণ; দেখতাম যাঁরা ভিলেন তাদের অনেক পাওয়ার। পুলিশ আসতো তাদেন ধরতে। তখন স্বপ্ন ছিলো ভিলেন হওয়ার।’

টেডএক্স টল্ক-এ সেশন নিচ্ছেন ইমাম হোসাইন | ছবি: সংগৃহীত

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ইমাম হোসাইন বলেন, ‘শিক্ষক হয়েছি প্রেমে পড়ে। মানুষ তো সাধারণত ছেলেরা মেয়েদের, মেয়েরা ছেলেদের প্রেমে পরে। কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন; আমি প্রেমে পরেছি ইংরেজির। সে প্রেমে পরে আমার স্বপ্ন চেঞ্জ হয়ে যায়। ভিলেন থেকে তখন ইংরেজি হিরো হয়ে গেলাম।’

হেডম্যান একাডেমির এই কর্ণধারের চিন্তা চেতনায় শুধুমাত্র ইংরেজি ভাষা নয় বরং মানুষের সাথে মানুষের সম্প্রতির চর্চাও তুলে আনেন তার শিক্ষার্থীদের মাঝে।

তার প্রতিটি ক্লাসেই যেন মানুষের কাছে পৌঁছায় এবং শিশুদের আনন্দ বিনোদনের মাধ্যমে ইংরেজি শেখার নিরালস কাজ করে যাচ্ছেন তিনি।

হেডম্যান একাডেমির যাত্রা শুরু নিয়ে ইমাম হোসাইন বলেন, ‘আমাদের হেডম্যান একাডেমির যাত্রা শুরু হয় ২০১৮ সালে। তখন থেকে আমরা প্রোফেশনালি হেডম্যান একাডেমি নামে ট্রেইনিং শুরু করি। পরবর্তীতে আমরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ দেয়া শুরু করি।’

শুরুর দিকে যে ধরনের বাঁধাগুলোর সম্মুখীন হন, তা নিয়ে ইমাম হোসাইন বলেন, ‘শুরুতে আমরা প্রধান বাঁধার শিকার হই তিরস্কারের। আমরা যাত্রা শুরু করেছিলাম ১৫৫ স্কয়ার ফিটের একটা রুমে। তখন মাত্র একটা চেয়ার আর একটা টেবিল ছিলো। মানুষজন অফিসে আসলে হাসতো। তখন আশপাশে অনেক বড়ো বড়ো ব্যক্তিরা ছিলো, যারা অলরেডি সফল। তখন তারা হাসিঠাট্টা করতো এই বলে- পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এভাবে তিরস্কার করতো। কখনো কখনো এসবে ডিমোটিভেটেড হতাম। আবার নিজেই নিজেকে মোটিভেটেড করতাম।’

সহজর শেখানোর পদ্ধতি নিয়ে ইমাম হোসাইন বলেন, ‘আমরা ইংরেজির ভয়টা দূর করতে চাই। আমরা হেডম্যান একাডেমি ইংরেজি শিখাই না, আমরা মূলত ইংরেজির ভয়টা দূর করাই। সেটা কিভাবে ধরুন- আপনাকে জিজ্ঞেস করা হলো ইংরেজিতে আপনার পরিচয় দিন। আপনি পারবেন, কিন্তু ভয়ে তোতলাবেন। ফলে ঠিকমতো পরিচয় দিতে পারবেন না। এই যে, ভয়টা এটাই আমরা দূর করতে চাই। আমরা এজন্য হাসিখুশির মাধ্যমে শেখানোর চেষ্টা করি।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।